ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিবির চিন্তায় আরেকটি টি২০

প্রকাশিত: ০৭:০৪, ১৮ নভেম্বর ২০১৭

বিসিবির চিন্তায় আরেকটি টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে বর্তমানে একটিই মাত্র টি২০ আসর অনুষ্ঠিত হয় বছরে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে খেলেন বিদেশী ক্রিকেটাররাও। এবার জনপ্রিয় এ আসরটিতে প্রতিম্যাচে একাদশে ৫ বিদেশী করে খেলার কারণে স্থানীয় ক্রিকেটারদের জন্য সুযোগটা অনেকখানিই কমে গেছে নিজেদের মেলে ধরার। সেটা নিয়ে বেশ কিছু দেশী ক্রিকেটারও কিছুটা অস্বস্তি ও আক্ষেপ প্রকাশ করেছেন। এ কারণে এবার শুধু স্থানীয়দের নিয়ে আরেকটি টি২০ টুর্নামেন্ট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আঞ্চলিক ভিত্তিতে কয়েকটি দল গঠন করে এ আসরটি করা হবে। তবে বিপিএল গবর্নিং কাউন্সিলের অধীনে হলেও সেটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কোন টুর্নামেন্ট হবে না। এ বিষয়টি শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আগের চারটি বিপিএলে প্রতি দলে ম্যাচপ্রতি একাদশে খেলার সুযোগ পেতেন ৪ বিদেশী ক্রিকেটার। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের দাবির মুখে সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছে ৫ জন। প্রতিম্যাচে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৫ বিদেশী খেলাতে পারবে দলগুলো। কিন্তু সব ম্যাচেই সর্বোচ্চ সেই ৫ সংখ্যাটাকেই দেখা যাচ্ছে খেলতে। এ কারণে অনেক ক্রিকেটারই অভিযোগ করেছেন দেশের ক্রিকেটারদের ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ পজিশনে পারফর্ম করার সুযোগ কমে গেছে। অথচ বিপিএল উদীয়মান ক্রিকেটার এবং প্রতিভা অন্বেষণের একটি টুর্নামেন্ট হিসেবে শুরু করা হয়েছিল। আদতে, এবার সেই ধারণার পরিপন্থী নীতিই দেখা যাচ্ছে। তাই বিসিবিও এবার বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে টি২০ নিয়ে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ দল। এজন্য ভবিষ্যত প্রতিভা তৈরি ও টি২০ স্পেশালিস্ট তৈরির জন্য আরও বেশি এ ফরমেটে খেলা জরুরী। তাই আরেকটি টুর্নামেন্ট অচিরেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেখানে শুধুই প্রতিনিধিত্ব থাকবে দেশী ক্রিকেটারদের।
×