ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৬:৩৩, ১৮ নভেম্বর ২০১৭

ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৭ নবেম্বর ॥ ভবানিপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে টানা তৃতীয় দিনের মতো শুক্রবার সকালে চলমান দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরতর আহত অবস্থায় আরমান, হাদিস, বাচ্চু, আমিনুল হক ও রাসেল মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে ১৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত মঙ্গলবার সকাল থেকে এলাকার সাবেক জয়নাল মেম্বার সমর্থকদের সঙ্গে হুমায়ুন সমর্থকদের সংঘর্ষের জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টার চলমান সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় ১৫টি বাড়ঘর ভাংচুর করা হয়। ডাকাত ধরতে গিয়ে হার্ট এ্যাটাকে প্রতিবেশীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ নবেম্বর ॥ কোটচাঁদপুরে ডাকাতের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে। এ সময় জনগণ পিটুনি দিয়ে তাহাজ্জেল হোসেন নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। আহত দু’জনকেই কোটচাঁদপুর উপজেলা স্কাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে হার্ট এ্যাটাকে দাউদ হোসেন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে উপজেলার রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, বৃহস্পতিবার গভীররাতে রহমতপুর গ্রামে ৭/৮ জনের একদল ডাকাত পানি খাওয়ার কথা বলে মন্টু মিয়ার বাড়িতে ঢোকে। ডাকাতদল বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে। সে সময় মন্টু মিয়া চিৎকার দেয়। চিৎকার শুনে তার ভগ্নিপতি শফিকুল ইসলাম এগিয়ে আসেন। তখন ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
×