ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ছাত্রছাত্রীদের যাতায়াতে চাইলেই মিলবে বিআরটিসি বাস ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:০৪, ১৬ নভেম্বর ২০১৭

ছাত্রছাত্রীদের যাতায়াতে চাইলেই মিলবে বিআরটিসি বাস ॥ শিক্ষামন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ রাজধানীসহ বিভাগীয় শহরে যানজট নিয়ন্ত্রণ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপদে যাতায়াতে বিআরটিসি বাস দিতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিআরটিসি বাস প্রস্তুত আছে, অভিভাবকরা রাজি হলে এখনই গাড়ি দেব। বুধবার রাতে সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরীর ৭১ বিধিতে উত্থাপিত নোটিসের জবাব দিতে গিয়ে মন্ত্রী একথা বলেন। নোটিসে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য স্কুল বাস দেয়ার আহ্বান করা হয়। নোটিসের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর যানজট নিয়ন্ত্রণে প্রায় সাড়ে ৩ বছর আগে আমরা স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের তলব করি। সেখানে পরিচালনা পরিষদের সভাপতি, ট্রাফিক বিভাগ, বিআরটিএ চেয়ারম্যানসহ আমাদের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করি। সেখানে আমরা প্রস্তাব করেছিলাম স্কুলে একক গাড়ি নিয়ে আসায় একদিকে ব্যয়বহুল ও যানজট হয়, অন্যদিকে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও সমস্যা দেখা দেয়। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থা জিরো টলারেন্স- স্বরাষ্ট্রমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীগুলো প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর ৭১বিধিতে উত্থাপিত নোটিসের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। নোটিসে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
×