ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রী মস্কো গেছেন

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ নভেম্বর ২০১৭

স্বাস্থ্যমন্ত্রী মস্কো গেছেন

স্টাফ রিপোর্টার ॥ রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। তিনি এমিরেটস এয়ারলাইন্সযোগে মস্কোর উদ্দেশে রওনা দেন। ‘এন্ডিং টিউবারকিউলসিস ইন দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইরা: এ মাল্টিসেক্টরাল এ্যাপ্রোচ’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন আজ শুরু হচ্ছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ টেড্রোস এ্যাদানম গেব্রেইসাস এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে ১৯৪টি সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য, অর্থ, আইন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের মন্ত্রীগণ অংশ নেবেন। এছাড়াও সম্মেলনে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশগুলোর যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজ, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেবেন। পরে স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ^ ব্যাংকের আয়োজনে ‘ওয়ার্ল্ড ব্যাংক নলেজ শেয়ারিং’ সম্মেলনে যোগ দিতে মস্কো থেকে ওয়াশিংটন যাবেন।
×