ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ত্রাণের সব দায়িত্ব নিচ্ছে ডব্লিউএফপি

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা ত্রাণের সব দায়িত্ব নিচ্ছে ডব্লিউএফপি

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ দিন যতই গড়াচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রিত লাখ লাখ রোহিঙ্গাদের নিয়ে নানামুখী শঙ্কার বিস্তৃতি লাভ করছে। বিশেষ করে রোহিঙ্গারা আগে দলে দলে এসেছে, এখনও আসছে। এর বিপরীতে শুরু থেকে যেভাবে রোহিঙ্গারা ত্রাণসামগ্রী পেয়েছে বর্তমানে আনুপাতিকভাবে তা হ্রাস পেয়েছে। বিশেষ করে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা বহুলাংশে কমেছে। এ অবস্থায় উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ নিয়ে হা-পিত্যেশ শুরু হয়েছে। বুধবার বালুখালি ক্যাম্পে রোহিঙ্গাদের দু’গ্রুপের মাঝে ছোটখাটো সংঘর্ষও হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানিয়েছেন, আগামী মাসের শুরু থেকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সামগ্রিক কার্যক্রম ডব্লিউএফপি বা বিশ্ব খাদ্য কর্মসূচীর অধীনে হস্তান্তর করা হবে। সর্বশেষ বেসরকারী পরিসংখ্যানে গত ২৫ আগস্ট রাতে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এদিকে বুধবার ভোর রাতে আরও দুই শতাধিক রোহিঙ্গা সাগর পথে টেকনাফে পৌঁছে শামলাপুর বস্তিতে অবস্থান নিয়েছে। রোহিঙ্গাদের এদেশে নিয়ে আসার প্রক্রিয়ায় দালাল চক্র সক্রিয়ভাবে অপতৎপরতা চালাচ্ছে। অপরদিকে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন স্থানে ক্যাম্প ব্যতিরেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। শুরুতে মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার শহর, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের ঘোষণা অমান্য করে রোহিঙ্গাদের ঘর ভাড়া দেয়ার অভিযোগে এ পর্যন্ত ৩ জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার হয়েছে ১৭১ রোহিঙ্গা, যাদের নির্দিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে জামায়াত নেতার এক ফ্ল্যাটবাড়ি থেকে উদ্ধার হয় ১১ রোহিঙ্গা। রোহিঙ্গা পরিস্থিতির সমাধানকল্পে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার মিয়ানমার পৌঁছেছেন। এছাড়া রাখাইনে গণহত্যার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট কর্তৃপক্ষ। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে এখনও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য মিয়ানমার সরকারের কাছে আহ্বান জানানো অব্যাহত রয়েছে। নতুন এসেছে দুই শতাধিক ॥ বুধবার ভোর রাতে মংডুর দংখালি পয়েন্ট দিয়ে টেকনাফে নতুন করে এসেছে দুই শতাধিক রোহিঙ্গা। এরাও এসেছে ভেলা ভাসিয়ে। টেকনাফে পৌঁছার পর এদের নাম নিবন্ধন করে শামলাপুর ক্যাম্পে পৌঁছে দিয়েছে বিজিবি ও পুলিশ। নতুন করে আসা রোহিঙ্গারা জানিয়েছে, ওপারে আরও হাজার হাজার রোহিঙ্গা এপারে আগমনের অপেক্ষায় রয়েছে। এরা আসার জন্য ছোট ছোট নৌযান ও জেরিকেন দিয়ে নির্মিত ভেলাই ব্যবহার করছে। এদের একটাই বক্তব্য, ওপারে তাদের এখন আর কিছুই নেই। বসবাসের কোন সুবিধা নেই। খাদ্যাভাব ব্যাপক। শুধু তাই নয়, মিয়ানমার সেনা ও উগ্র মগ সন্ত্রাসীদের বিচ্ছিন্নভাবে নির্যাতন সম্পূর্ণভাবে থামেনি। বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে। যারা একান্ত প্রয়োজনে বের হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া এপারে যারা চলে এসেছে তাদের পক্ষ থেকে চলে আসার প্রতিনিয়ত তথ্য পাচ্ছে তারা। কেননা, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়ের পাশাপাশি ত্রাণ সহায়তাও নিশ্চিত করছে। মূলত এসব কারণে রাখাইন রাজ্য ক্রমাগতভাবে রোহিঙ্গাশূন্য হচ্ছে। ইয়াবা ও সিগারেটসহ রোহিঙ্গা আটক ॥ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা ও মিয়ানমারের অবৈধ সিগারেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের প্রধান গেট থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ হাজার ৫শ পিস ইয়াবা বড়ি ও ১৯ কার্টন আমদানি নিষিদ্ধ মিয়ানমারের সিগারেটসহ নতুন অনুপ্রবেশকারী নূর কবিরের পুত্র নূর হাশিমকে আটক করে। অপরদিকে জেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করা রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পে নিয়ে যেতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। গত দুই দিনে ছয় শতাধিক রোহিঙ্গাকে বিভিন্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার শহর থেকে ৪৭১ জন রোহিঙ্গাকে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের টেকনাফের লেদা, উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এর আগে সোমবার টেকনাফে রোহিঙ্গাদের বাসা ভাড়া দেয়ার দায়ে ৩ জনকে ৬ মাস করে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে ১৭১ জন রোহিঙ্গাকে। জামায়াত নেতার বাসা থেকে ১১ রোহিঙ্গা উদ্ধার ॥ কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুরের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাড়ি থেকে মঙ্গলবার রাতে ১১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার বার্মিজ মার্কেট সংলগ্ন আজিজ সিটি সেন্টারের সপ্তম তলার ১২১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন জন নারী, দুই পুরুষ ও ছয় শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ জানান, রোহিঙ্গাদের বাসা ভাড়া দেয়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মিয়ানমার সেনা তদন্ত প্রতিবেদন হাস্যকর ॥ রাখাইনে নৃশংস সহিংসতার ঘটনায় বার্মার সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক একাধিক মানবাধিকার সংস্থা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বার্মার সেনাবাহিনীর ওই প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলে দাবি করেছে বুধবার। গত আগস্টের শেষের দিকে রোহিঙ্গাবিরোধী মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনে রাখাইনে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ষাট হাজারের বেশি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। অগণিত নারী ধর্ষণের শিকার হয়েছে। এখন পর্যন্ত সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
×