ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছিনতাই ও হত্যা চেষ্টা মামলার আসামি পঞ্চম শ্রেণীর ছাত্র

প্রকাশিত: ০৪:১৫, ১৬ নভেম্বর ২০১৭

ছিনতাই ও হত্যা চেষ্টা মামলার আসামি পঞ্চম শ্রেণীর ছাত্র

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বয়স দেখানো হয়েছে ১৮। তার বিরুদ্ধে ২ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। চিলমারী থানার পুলিশ প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করেছেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম সাদেকুজ্জামান সিয়াম। সে চিলমারী উপজেলার বালাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাবা রফিকুল বাদশার অভিযোগ পুলিশ মোটা অঙ্কের উৎকোচ নিয়ে এই মামলাটি গ্রহণ করেছে। বুধবার আদালতে শিশুটির জামিন আবেদনের শুনানিতে আদালত পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে। অনুসন্ধানে জানা যায়, চিলমারীর কিসামত বানু গ্রামের বাসিন্দা সিয়ামের বাবা রফিকুল বাদশার সঙ্গে তার বিমাতা ভাই শফিকুল ইসলাম বাবলার ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯ অক্টোবর এ নিয়ে দু পক্ষের সংষর্ষে আহত হন রফিকুল। এ বিষয়ে বাদশা বাদী হয়ে বাবলাসহ ৩ জনকে আসামি করে ৪ নবেম্বর চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। ১১ নবেম্বর বাবলার মা লাইলী বেগম বাদী হয়ে সিয়াম ও তার বাবা মাসহ ৫ জনের নামে একই থানায় কাউন্টার মামলা করলে পুলিশ প্রাথমিক তদন্ত ছাড়াই তা গ্রহণ করেন। মামলায় সিয়ামের বয়স দেখানো হয় ১৮। বুধবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিয়ামকে হাজির করা হয়। তাদের আইনজীবী রুহুল আমিন জানান, মামলার নথির সঙ্গে পুলিশের তদন্ত প্রতিবেদন ও জখম সংক্রান্ত কোন কাগজপত্র সংযুক্ত ছিলনা। অসৎ উদ্দেশে পুলিশ এই মামলাটি গ্রহণ করেছে। ইনুর ধারণায় সাম্যবাদী দল বিশ্বাসী নয় ॥ দীলিপ বড়ুয়া স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী নির্বাচনে সাম্যবাদী দল চারটি আসন চান- উল্লেখ করে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া বলেছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ‘৮০ পয়সা ও ২০ পয়সা’ ধারণায় সাম্যবাদী দল বিশ্বাসী নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এই মন্তব্য করেন। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের বাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ১৪ দল একটা অভিন্ন সত্তা। ২৩ দফার ভিত্তিতে এই সত্তাটি হচ্ছে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ও জঙ্গীবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী সত্তা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে এবং সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। মতবিনিময় সভায় সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, উপদেষ্টা বীরেন সাহা, ওমর ফারুক, রাজশাহী মহানগরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা ছাড়াও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
×