ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফাঁদে ফেলে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে প্রতারক উধাও

প্রকাশিত: ০৩:৫৭, ১৬ নভেম্বর ২০১৭

ফাঁদে ফেলে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে প্রতারক উধাও

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৫ নবেম্বর ॥ ব্যবসার নামে ফাঁদে ফেলে মীরসরাইয়ে এক যুবকের সর্বস্ব হাতিয়ে নিয়ে উধাও প্রতারক স্থানীয় যুবক সাজ্জাদ হোসেন সাদ্দাম। জীবনের সঞ্চিত সর্বস্ব হারিয়ে যুবক আবুল কাশেম অবশেষে বুধবার বেলা ১১টায় সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করে মীরসরাই প্রেসক্লাবে। পুলিশ জানায়, আমরা অভিযুক্ত অপরাধীকে ধরার চেষ্টা করছি। আবুল কাশেম জানান, তার গ্রামের বাড়ি রাউজান থানার ফতেনগর গ্রামে। তার পিতা দানা মিয়া ছোট বেলাতেই মৃত্যুবরণ করেন। অনেক কষ্ট করে নিজে মাঠে কাজ করে পড়ালেখার খরচ জুগিয়েছে। এরপর মীরসরাইয়ের পল্লী বিদ্যুত সমিতিতে চুক্তিভিত্তিতে মিটার রিডারের চাকরি করছেন। চাকরির সুবাধে মীরসরাই অবস্থান করায় সাজ্জাদ হোসেন সাদ্দাম নামে যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সাদ্দাম মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত নুরুল আবছারের পুত্র। সাদ্দাম তাকে মেরিজ সিগারেট এর চালান কিনলে অনেক টাকা লাভ হবে বলে কাশেমের জীবনের চাকরি ও টিউশনির সঞ্চিত ৫ লাখ ৪১ হাজার টাকা তুলে দেয়। এ সময় স্থানীয় জনৈক কিছু লোককে সাক্ষী রাখা ছাড়া কোন লিখিত চুক্তিও করেনি সে। ইতোমধ্যে সাদ্দাম নিজের নামে ৪ লাখ ৯৫ হাজার টাকার একটি চালান ক্রয় রসিদ এনে দেয়। অপর রসিদটি পরে দিবে বলে। কিছুদিন পর সে কাশেম থেকে উক্ত রসিদও নিয়ে ফেলতে চাইলে সাদ্দামের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন কাশেম আর বিলম্ব না করে সংরক্ষিত চালান রসিদটি নিয়ে মেরিজ সিগারেট কোম্পানির মীরসরাই ফারুকিয়া মাদ্রাসা রোড এলাকার ফয়েজ এ্যান্ড সন্স এর অফিসের ব্যবস্থাপক আব্দুল মোতালেবের কাছে গেলে তিনি জানান সাদ্দামের কাছে সংরক্ষিত মেমোটি সে হারিয়ে গেছে বলে জানিয়ে সে লভ্যাংশসহ পুরো টাকা উত্তোলন করে নিয়ে গেছে।
×