ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিনহার পদত্যাগপত্র গ্রহণ অশনি সঙ্কেত ॥ মোশাররফ

প্রকাশিত: ০৪:২০, ১৫ নভেম্বর ২০১৭

সিনহার পদত্যাগপত্র গ্রহণ অশনি সঙ্কেত ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ অশনি সঙ্কেত ও জাতির জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কৃষক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। ড. খন্দকার মোশাররফ বলেন, প্রধান বিচারপতিকে নজিরবিহীন ও ন্যক্কারজনকভাবে জোর করে পদত্যাগ করিয়ে আজকে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সুরেন্দ্র কুমার সিনহা ইচ্ছাকৃতভাবে এই পদত্যাগপত্র দেন নাই। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। উচ্চতর আদালতে যে খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হলো তা দেশের মানুষ কখনও গ্রহণ করবে না। ড. মোশাররফ বলেন, সুরেন্দ্র কুমার সিনহাকে ন্যক্কারজনকভাবে অসুস্থ বানিয়ে ছুটির দরখাস্ত করিয়ে নিল এবং পরে তাকে গায়ের জোরে দেশ থেকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া থেকে চলে আসছিলেন বাংলাদেশে। কিন্তু সরকারের লোকেরা সিঙ্গাপুরে গিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নিয়েছে। এটা অশনি সঙ্কেত।
×