ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের স্কুল ভাংচুর

প্রকাশিত: ০৫:২৩, ১৩ নভেম্বর ২০১৭

টঙ্গীতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের স্কুল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১২ নবেম্বর ॥ টঙ্গীতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের সুযোগ না পেয়ে বিদ্যালয়ে ভাংচুর চালিয়েছে। রবিবার টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষ ভাংচুর ও তছনছ করে। স্কুল কর্তৃপক্ষ জানায়, তিনবার নির্বাচনী পরীক্ষায় যাচাই-বাছাই করার পরও সর্বশেষ ৭৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের ফলাফল বেশি খারাপ হওয়ায় কোন অবস্থাতেই এসএসসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগদানের জন্য তাদের বিবেচনায় আনা যাচ্ছিল না। ফলে এ ৭৪ জনকে বাদ রেখেই নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। রবিবার ছিল ফরম পূরণের শেষ দিন। এদিন দুপুর ২টায় অকৃতকার্য শিক্ষার্থীরা বহিরাগতদের সহযোগিতায় বিদ্যালয়ে চড়াও হয়। তারা অধ্যক্ষের অফিসকক্ষের যাবতীয় আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে এবং জানালার কাঁচ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। সাহাজ উদ্দিন সরকার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। জেএসসি পরীক্ষা শেষে বাসায় দুপুরের খাবার খেতে যাওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি রাতে টঙ্গী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
×