ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কটের প্রভাব অর্থনীতি, সমাজ ও পরিবেশে

প্রকাশিত: ০৫:১৬, ১২ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা সঙ্কটের প্রভাব অর্থনীতি, সমাজ ও পরিবেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের দশ মাসে গড়ে প্রতিজন রোহিঙ্গার জন্য ব্যয় হবে প্রায় ৬ হাজার টাকা। ওই হিসাবে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭ হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। শুধু তাই নয়, নিজ আবাসভূমি হারিয়ে রোহিঙ্গারা এখন বাংলাদেশকে বহুমুখী সমস্যায় ফেলেছে। দ্রুত তাদের নিজভূমি মিয়ানমারে ফেরত পাঠানো না হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক সেমিনারে সিপিডির গবেষণার এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজনও করে বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের সঙ্গে শীঘ্র দ্বিপক্ষীয় চুক্তি হবে। তিনি বলেছেন, চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে। খুব শীঘ্র এ চুক্তি হয়ে যাবে। সংগঠনটির গবেষণা পরিচালক ড. ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, সিপিডি ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) গবেষণা করে দেখেছে, চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭ হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দ লাগবে। ওই হিসেবে প্রতিজন রোহিঙ্গার জন্য ব্যয় হবে ৫ হাজার ৯৩৯ টাকা যা আমাদের মোট বাজেটের ১ দশমিক ৮ শতাংশ। আর মোট রাজস্বের ২ দশমিক ৫ শতাংশ। ওই সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়েছে। রোহিঙ্গা সঙ্কটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর। এই তিন খাতে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অর্থনীতিতে প্রভাব পড়ায় জীবন যাপনের ব্যয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সঙ্কট তৈরি করবে। সিপিডির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় এখন পর্যন্ত বাংলাদেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক ড. রেহমান সোবহানের সভাপতিত্বে পররাষ্ট্র সচিব শহীদুল হক, সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডেবিট এসলে, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, বিশ্ব বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ড. সুকমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহাম্মেদ প্রমুখ।
×