ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হিটলারের মূর্তি অপসারণ

প্রকাশিত: ০৪:০০, ১২ নভেম্বর ২০১৭

হিটলারের মূর্তি অপসারণ

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগজাকার্তা শহরের দ্য এআরসিএ স্ট্যাচু আর্ট মিউজিয়ামে প্রদর্শনীর জন্য জার্মানির নাৎসি নেতা হিটলারের একটি মোমের মূর্তি স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে সেটি সরিয়ে নেয়া হয়। বিশ্ব নেতাদের সর্বমোট ৮০টি মোমের মূর্তি প্রদর্শনীতে স্থান পেয়েছে, যার মধ্যে একটি ছিল হিটলারের মূর্তি। -এএফপি বার্গারের বিক্রি বাড়ল জাপান সফরে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যামবার্গার খেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্টের এই অতিসাধারণ মধ্যাহ্নভোজের পর জাপানে বেড়ে গেছে বার্গারের বিক্রি। টুইটারে আবে লিখেছিলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে জাপানে স্বাগত জানাচ্ছি। হ্যামবার্গার খেতে খেতেই আমাদের আলোচনা হবে। তারপর থেকেই বার্গারের বিক্রি বেড়ে গেছে। ট্রাম্প বার্গার খেয়ে প্রশংসা করেছিলেন। যিনি বার্গার বানিয়েছিলেন তার সঙ্গে আলিঙ্গনও করেন। -ওয়াশিংটন পোস্ট
×