ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় আরও এক এমপির পদত্যাগ ॥ সরকার সঙ্কটে

প্রকাশিত: ০৩:৫৯, ১২ নভেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ায় আরও এক এমপির পদত্যাগ ॥ সরকার সঙ্কটে

অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন দলের আরও এক এমপি শনিবার পদত্যাগ করেছেন। ফলে পার্লামেন্টের ওপর প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আর প্রাধান্য থাকছে না। পার্লামেন্টে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এএফপি। দ্বৈত নাগরিকত্বকে কেন্দ্র করে সাংবিধানিক সঙ্কটের সর্বশেষ শিকার জন আলেকজান্ডার একজন সাবেক টেনিস তারকা। দ্বৈত নাগরিকত্ব দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় একে কেন্দ্র করে আরও কয়েকজনকেও পদত্যাগ করতে হয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী শহরের অর্ধেক পুনর্দখল করল আইএস ইসলামিক স্টেট আইএস এর জঙ্গীরা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আলবু কামালের অর্ধেকটা পুনর্দখল করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার এ খবর জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইয়াহু নিউজ। এর আগে গত বৃহ¯পতিবার মিত্র বাহিনীগুলোর সহায়তায় সিরীয় সেনাবাহিনী আলবু কামাল শহরটি পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিল। শহরটিকে আইএসের দখলে থাকা শেষ সিরীয় শহর হিসেবে উল্লেখ করে এটির পতনের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে জঙ্গীগোষ্ঠীটির শাসনের অবসান হয়েছে বলে দাবি করেছিল তারা। তবে আলবু কামালের পতন হলেও নিকটবর্তী ইরাকী সীমান্তে আইএসের সঙ্গে সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলোর লড়াই অব্যাহত থাকার কথাও জানিয়েছিল তারা। অপরদিকে শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যম দাবি করে, শহরটি পুনরুদ্ধারে অভিযান চলার সময় আলবু কামালে আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি অবস্থান করছিলেন।
×