ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ রিয়াদের

প্রকাশিত: ০৮:১৬, ১০ নভেম্বর ২০১৭

সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ রিয়াদের

জনকন্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নাগরিকদের নতুন করে লেবানন সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। খবর আল জাজিরার লেবাননে সৌদি ভ্রমণ সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদি আরবের সরকারী সংবাদমাধ্যম এসপিএ এজেন্সিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের যত দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটিতে কোন আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে আল-হারিরি জানান, ইরান ও দেশটির লেবাননি মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
×