ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, আজ সন্ধ্যায় প্যারিসে জাপানের মুখোমুখি ব্রাজিল, মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স, উরুগুয়ে, বেলজিয়াম ও কলম্বিয়া

লন্ডনে ইংল্যান্ড-জার্মানি হাইভোল্টেজ ম্যাচ

প্রকাশিত: ০৫:৫৪, ১০ নভেম্বর ২০১৭

লন্ডনে ইংল্যান্ড-জার্মানি হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বিশ্বের নানাপ্রান্তে আন্তর্জাতিক প্রীতি ফুটবলের হাট বসছে। অনেকগুলো দেশ নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে ইংল্যান্ড-জার্মানি ও জাপান-ব্রাজিল ম্যাচে। এছাড়াও মাঠে নামছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, ফ্রান্স, উরুগুয়ে, বেলজিয়াম, কলম্বিয়াসহ অনেক দেশ। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফুটবলের জনক ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মধ্যকার ম্যাচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে দাঁড়াচ্ছে এশিয়ার দেশ জাপান। ম্যাচটি হবে ফ্রান্সের প্যারিসে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের খেলা বা না খেলা নিয়ে আছে নানা খবর। দিনকয়েক আগে খবর রটে, ইনজুরির কারণে খেলতে পারবেন না প্যারিস সেইন্ট জার্মেইন তারকা। তবে বৃহস্পতিবার নেইমারকে দলের সঙ্গে প্রাণবন্তভাবে অনুশীলন করতে দেখা গেছে। এজন্য ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত তিনি হয়তো খেলবেন। তবে সেলেসাওদের আরেক তারকা কুটিনহোর এই ম্যাচটি খেলা হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। আজ রাতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। নিজেদের মাঠে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটি খেলবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরবের বিরুদ্ধে। অন্যান্য ম্যাচে মুখোমুখি হচ্ছে চীন-সার্বিয়া, জর্জিয়া-সাইপ্রাস, ইউক্রেন-স্লোভাকিয়া, বেলজিয়াম-মেক্সিকো, পোল্যান্ড-উরুগুয়ে ও ফ্রান্স-ওয়েলস। জার্মানি ও ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড স্ট্রাইকার ডেলে আলি। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই খেলবে ইংল্যান্ড। আলির বদলি হিসেবে ইংলিশ দলে জায়গা করে নিয়েছেন এভারটন ডিফেন্ডার মাইকেল কিন। শুধু তাই নয়, ইংলিশদের হয়ে খেলতে পারছেন না অধিনায়ক হ্যারি কেন। তারকা এই স্ট্রাইকারও চোট পেয়েছেন। কেনের টটেনহ্যাম হটস্পার সতীর্থ মিডফিল্ডার হ্যারি উইঙ্কসও গোড়ালির ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এবারের মৌসুমে কেন ও উইঙ্কস দু’জনই স্পার্সদের হয়ে দারুণ ফর্মে আছেন। গত মাসে জাতীয় দলে জায়গা পাওয়া ২১ বছর বয়সী উইঙ্কস ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জয়ী ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন। দুটি প্রীতি ম্যাচের জন্য ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট মধ্যমাঠের জন্য ওয়েস্টব্রুমের জেক লিভারমোরকে দলে ডেকেছেন। গত বছর স্যাম অলড্রিচের স্থলাভিষিক্ত সাউথগেটের মূল লক্ষ্যই হলো ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে ভাল একটি ফল উপহার দেয়া। যদিও ইনজুরি সমস্যা নিয়ে ইংলিশ কোচ দারুণ চিন্তিত। চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিল ও লিভারপুলের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন এখনও ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। থাইয়ের ইনজুরির কারণে গত শনিবার ওয়েস্টহ্যামের বিরুদ্ধে লিভারপুলের ৪-১ গোলের জয়ী ম্যাচে ছিলেন না হেন্ডারসন। ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ব্যবহৃত হবে ভিডিও এ্যাসিস্টেন্ট রেফারি (ভার)। ফলে প্রথমবারের মতো ইংল্যান্ডে একটি অফিসিয়াল ম্যাচে ব্যবহৃত হতে যাচ্ছে বহুল আলোচিত এই প্রযুক্তি। গোল, পেনাল্টি, সরাসরি লালকার্ড প্রদর্শন, শনাক্তকরণ সংক্রান্ত সমস্যার সমাধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সঠিক পর্যালোচনার জন্য ২০১৬ সাল থেকে দুই বছরের পরীক্ষামূলক কার্যক্রমের বিষয়ে সম্মত হয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল এ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ভার বা অন্য কোন কর্মকর্তার এমন কোন ক্ষমতা নেই রেফারিকে মাঠে কোন সিদ্ধান্ত গ্রহণে চাপ দিতে পারে। তারা শুধু ভিডিও ফুটেজ দেখে এ বিষয়ে কর্তব্যরত রেফারির সঙ্গে আলোচনা করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণে রেফারিকে সহায়তা করতে পারে। এর আগে অবশ্য একবার ভার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ওয়েম্বলিতে। তবে সেটি ছিল একটি চ্যারিটি ম্যাচে। পরীক্ষামূলকভাবে ওই প্রযুক্তি ব্যবহারের ফলাফল যাচাইয়ের জন্য অক্টোবরে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছিল।
×