ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির সমাবেশের অনুমতির সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই

প্রকাশিত: ০৬:১৪, ৯ নভেম্বর ২০১৭

বিএনপির সমাবেশের অনুমতির সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই

বিশেষ প্রতিনিধি ॥ দেশে গণতন্ত্র আছে কি না তার সঙ্গে বিএনপির সমাবেশের অনুমতির কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কারণ হিসেবে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আমরা একুশে ফেব্রুয়ারির কর্মসূচীর জন্য তিন দিন আগে অনুমতি চাইলেও তারা দেয়নি। পরে আমরা নিজেদের পার্টি অফিসের সামনে মঞ্চ তৈরি করলে তারা সেটাও ভেঙ্গে দেয়। পার্টি অফিসে ঢুকে বেধড়ক লাঠিচার্জ করে। ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে হাওয়া ভবনের নির্দেশে বোমা হামলা চালানো হয়। তখন গণতন্ত্র কোথায় ছিল? বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আওয়ামী লীগের সাত দিনের কর্মসূচীর অংশ হিসেবে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশের অনুমতির অপেক্ষায় থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন সমাবেশের অনুমতি দিয়ে প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে! আমি মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই- একুশে ফেব্রুয়ারির তিন দিনের কর্মসূচী, ২৩ নবেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ের বারান্দায় যখন আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের সেই মিটিং পুলিশ আক্রমণ করে বন্ধ করে দিয়েছিল, মাইক ছিনিয়ে নিয়ে গিয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমাবেশ করছিলেন, তখন হাওয়া ভবন থেকে নির্দেশ দিয়ে গ্রেনেড হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করা হয়েছিল, সেদিন গণতন্ত্র কোথায় ছিল? সমাবেশের অনুমতির জন্য অপেক্ষায় থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু আইনশৃঙ্খলার কারণে আমাদের অনুষ্ঠান সেখানে করতে দেয়া হয়নি। আমরা তা শিফট করে জাদুঘরে করেছি। সেখানে আমাদের ১৮ নবেম্বর নাগরিক সমাবেশ হবে। সেজন্য আমরাও অনুমতি চেয়েছি, এখনও পাইনি। আমরাও অপেক্ষা করছি। সমাবেশের অনুমতি তো পুলিশ দেবে, সরকার না। বিএনপিকে অনুমতির জন্য অপেক্ষা করতে বলুন, পুলিশ কি বলে দেখুক।’ ৭ নবেম্বরে বিএপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে দলটিকে বাধা দেয়া হয়নি বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিপিএ সম্মেলনের কারণে তারা যেন একটু শৃঙ্খলায় থাকে। বিএনপিকে জিয়ার মাজারে যেতে বাধা দেয়া হয়নি। তাদের অনুমতি দেয়া হয়েছিল, বলা হয়েছিল আপনারা কিছু লোক যান, কিন্তু তারা সেখানে না গিয়ে বাধার অভিযোগ তুলেছে।’ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায় সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজনে করে। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ও প্রথিতযশা শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। বিএনপিকে সমাবেশ করতে সহযোগিতা করবে সরকার- ড. হাছান ॥ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তবে সেখানে কোন হাঙ্গামা করলে জনগণ মেনে নেবে না। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘পৌর বর্জ্য ব্যবস্থাপনার আইনী কাঠামো ও বর্জ্যজীবীদের জীবন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
×