ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভার্জিনিয়া ও নিউজার্সির গবর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী

প্রকাশিত: ০৪:৩২, ৯ নভেম্বর ২০১৭

ভার্জিনিয়া ও নিউজার্সির গবর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি মঙ্গলবার গুরুত্বপূর্ণ ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একে একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে নিউজার্সিতেও গবর্নর পদে জিতেছে ডেমোক্র্যাটরা। এই নির্বাচনের ফল ২০১৮ এবং ২০২০ সালের কংগ্রেসের নির্বাচনের আগে রিপাবলিকান রাজনীতিকদের চাপে রাখবে। এএফপি ও গার্ডিয়ান। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন রাজনীতিতে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটরা পিছিয়ে পড়েছিল। তারা এখন আশা করছে এই নির্বাচন তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। ডেমোক্র্যাট প্রার্থী রালফ নর্থাম তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী গিলেস্পিকে পরাজিত করেছেন। নির্বাচনের ফলকে দেখা হচ্ছে ট্রাম্পের গত বছর চালানো পোড়ামাটি প্রচারাভিযান কৌশলের জবাব হিসেবে। অতিমাত্রায় মেরুকরণের ফলে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে বিতর্কিত করেছেন ট্রাম্প। নর্থামের বিজয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্র্যাটিক পার্টির টেরি ম্যাকঅলিফি সিএনএনকে বলেন, ভীতি সঞ্চার ও বিভাজনের নীতি যে সফল হয় না এবারের নির্বাচন সেটি দেখিয়ে দিয়েছে। ৮৩ শতাংশ ভোট গণনার পর দেখা যায় নর্থাম পেয়েছেন ৫৩.৩ শতাংশ এবং গিলেস্পি ৪৫.৬ শতাংশ। ভার্জিনিয়া ছাড়া নিউজার্সিতেও জয় পেলেন ডেমোক্র্যাটিকরা। ইতোপূর্বে নিউজার্সির কয়েকটি নির্বাচনে তারা হেরেছে। এবার ওই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ফিল মারফি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কিম গুয়াডাংগোকে সহজে পরাজিত করেছেন। মার্কিন রাজনীতিকে ট্রাম্পের প্রভাব কমাতে ওই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয় প্রয়োজন ছিল। বিশেষ করে আগামী বছর কংগ্রেসের অন্তর্বর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টিতে একটি উৎকণ্ঠা ছিল। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজ বলেছেন, ট্রাম ও পেন্সের নীতিগুলো ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। তারা লাখ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছেন, ধনী ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য কর হ্রাস করেছেন। অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর ওপর করের বোঝা বাড়িয়েছেন, এছাড়া দেশকে যখন ঐক্যবদ্ধ রাখা প্রয়োজন ওই সময় তারা বিভাজনের রাজনীতি করছেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন এবং এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দুটো নির্বাচনেই ভার্জিনিয়ায় জয় পেয়েছিলেন।
×