ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিডনি রোগের কারণ বায়ুদূষণ

প্রকাশিত: ০৫:১১, ৭ নভেম্বর ২০১৭

কিডনি রোগের কারণ বায়ুদূষণ

বিশ্বে ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি) বা দীর্ঘস্থায়ী কিডনি রোগে প্রতিবছর মৃত্যুসংখ্যা ১ কোটির বেশিতে পৌঁছেছে এবং এ রোগের উৎস বায়ুদূষণ বলে এক নতুন সমীক্ষায় ওঠে এসেছে। লুজিয়ানায় নিউ অরলিনমে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে ৫ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি কিডনি সপ্তাহে সমীক্ষাটি উপস্থাপন করা হয়। ভিএসেইন্ট লুইস হেলথ কেয়ার সিস্টেমে ক্লিনিক্যাল এপিডিমিওলজি সেন্টারের গবেষকরা এর আগে বলেছেন, বর্ধিত সূক্ষ্ম অণু উপাদানের সঙ্গে সিকেডি আক্রান্ত হওয়ার ঝুঁকির একটা সম্পৃক্ততা রয়েছে। -সিনহুয়া
×