ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের জয় রোবেনের মাইলফলকের ম্যাচে

প্রকাশিত: ০৫:৫৭, ৬ নভেম্বর ২০১৭

বেয়ার্ন মিউনিখের জয় রোবেনের মাইলফলকের ম্যাচে

স্পোর্টস রিপোর্টার ॥ চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থান মজবুত করেছে বেয়ার্ন মিউনিখ। শনিবার রাতে সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচে বাভারিয়ানদের হয়ে অনন্য রেকর্ড গড়েন ডাচ তারকা আরিয়েন রোবেন। ম্যাচের ১৬ মিনিটে রোবেনের দুর্দান্ত কার্লিং শটে এগিয়ে যায় সফরকারী বেয়ার্ন। বিরতির আট মিনিট আগে রবার্ট লেভানডোস্কির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৬৭ মিনিটে বেয়ার্নের জয় নিশ্চিত করেন ডেভিড আলাবা। ম্যাচ শেষের দুই মিনিট আগে মার্ক বাট্টা স্বাগতিকদের পক্ষে সান্ত¡নাসূচক একটি গোল করেন। ম্যাচে এক গোল করে বুন্দেসলিগার ইতিহাসে ডাচ খেলোয়া?ড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা (৯৩) এখন রোবেন। বেয়ার্নের বিদেশী খেলোয়াড়দের মধ্যে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন তার। আসরটিতে গোলের ‘সেঞ্চুরি’ করতে রোবেনের চাই আর মাত্র ৭ গোল। ম্যাচ শেষে লেভানডোস্কি বলেন, দু’দলেরই ভাল সুযোগ ছিল। কিন্তু আমরা তিন গোল দিয়ে এগিয়ে গিয়েছি।
×