ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আবদুর রহমানের লাশ বনানী কবরস্থানে দাফন

প্রকাশিত: ০৫:০৬, ৫ নভেম্বর ২০১৭

আবদুর রহমানের লাশ বনানী কবরস্থানে দাফন

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মরদেহ শনিবার সন্ধ্যা ৬টায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বেলা ১১টায় বরিশাল জিলা স্কুল মাঠে প্রথম জানাজা, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা সোয়া ২টায় দ্বিতীয়, বিকেল সোয়া ৩টায় তৃতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে, চতুর্থ জানাজা বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় এবং সর্বশেষ জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এসব জানাজায় সর্বস্তরের লোকজন অংশ নেন। শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুর রহমান বিশ্বাস। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। সকাল সাড়ে ১০ টায় হেলিকপ্টারযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মরদেহ বরিশালে নেয়া হয়। বরিশাল জিলা স্কুল মাঠে প্রথম জানাজায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সেখানকার সর্বস্তরের মানুষ অংশ নেন। সেখানে জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ বরিশাল শহরের গোরাচাঁদ দাস রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ পুনরায় বরিশাল এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পর সেখান থেকে হেলিকপ্টারযোগে দুপুরে ঢাকায় আনা হয়। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু প্রমুখ। জানাজার আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
×