ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পেলেন জাকির নায়েক

প্রকাশিত: ০৫:৪৮, ৪ নভেম্বর ২০১৭

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পেলেন জাকির নায়েক

অবশেষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় ঠাঁই পেয়েছেন ইসলাম প্রচারক ও তুখোড় বক্তা ডাঃ জাকির নায়েক। দেশটিতে স্থায়ীভাবে বাস করার অনুমতি পেয়েছেন তিনি। ভারতে সন্ত্রাসবিরোধী আইনে জাকির নায়েক অভিযুক্ত হয়ে পলাতক ঘোষিত হওয়া এবং যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ার পরও তাকে সাদরে বরণ করে নিয়েছেন মালয়েশিয়ার শীর্ষ সরকারী কর্মকর্তারা। খবর ওয়েবসাইটের। গত মাসে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পুত্র মসজিদ থেকে জাকির নায়েক একজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে জনসম্মুখে বেরিয়ে এসেছিলেন। সেদেশে এভাবে তার প্রকাশ্যে আসা বিরল ঘটনা। ওই সময় তার চারপাশে মানুষ ভিড় জমায় এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ওই মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই নামাজ পড়েন। সমালোচকরা মালয়েশিয়ায় নায়েকের উপস্থিতিকে কট্টরপন্থী ইসলামের প্রতি উচ্চপর্যায়ের সমর্থনের আরেকটি লক্ষণ হিসেবেই দেখছেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অধীনে সম্প্রতি কয়েক বছরে মালয়েশিয়ায় ইসলামের রাজনীতিকরণ বাড়ছে। বিশেষ করে ২০১৩ সালের নির্বাচনে তার দলের পরাজয় এবং ক্ষমতাসীন জোটের খারাপ অবস্থানের পর থেকে।
×