ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে ৬ ফুট পর্যন্ত

প্রকাশিত: ০৫:৪৭, ৪ নভেম্বর ২০১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে ৬ ফুট পর্যন্ত

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগামী এক শ’ বছরে ৬ ফুট পর্যন্ত বাড়তে পারে। মানুষের কারণে জলবায়ুর পরিবর্তন হয় বিভিন্নভাবে এবং তা আগে থেকে ধারণা করা যায় না। আমরা এরমধ্যেই এর কিছুটা প্রভাব দেখতে শুরু করছি। জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা হ্রাসে কিছুটা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। কিন্তু আমাদের গ্রহের ভবিষ্যত পরিবর্তনে এ অগ্রগতি পর্যাপ্ত দ্রুততার সঙ্গে না-ও এগোতে পারে এবং সেটাই হবে মন্দ দিক। উপকূলের নিকটবর্তী এলাকায় বসবাসরত যে কারও জন্য তা হবে খারাপ সংবাদ। কয়েকটি নতুন পর্যবেক্ষণে বলা হয়েছে, পূর্বে যতটা ভাবা হয়েছিল তারচেয়ে বেশি নাটকীয় পরিবর্তন হচ্ছে সমুদ্রপৃষ্ঠের। উপাত্তে দেখা যায়, এমনকি অত্যন্ত কিছু মারাত্মক ভবিষ্যদ্বাণীর প্রায় অধৈকই প্রতিফলিত হয়নি। খবর নিউইয়র্ক পোস্ট অনলাইনের। এভায়রনমেন্টাল রিসার্চ লেটার্সে প্রকাশিত নতুন সমীক্ষায় এ শতাব্দীর বাকি সময়টাজুড়ে জীবশ্ম জ্বালানি অব্যাহতভাবে পোড়ানো হলে পৃথিবী কেমন সাড়া দেবে তা উঠে এসেছে এবং তা প্রকাশ পেয়েছে বিভিন্ন ধরনের উপাত্ত সমন্বয়ে একটি মাত্র চিত্রে। পৃথিবী উষ্ণ হয়ে উঠছে বলে সুমেরুর বরফ কেমন রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিজ্ঞানীরা কিছু বিচক্ষণ ধারণা তৈরিতে সমর্থ হয়েছেন। তারা এ বিষয়ে প্রায় ১০ হাজার বছর বা এ ধরনের কিছু সময় আগের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিষয়ে যেসব তথ্য পেয়েছেন তা ব্যবহার করেছেন এ সমীক্ষায়। সমুদ্রের বরফ কেমন রূপ নেবে তার একটি খুবই হালনাগাদ মডেল তুলে ধরা হয়েছে সমীক্ষায়। বলা হয়েছে, আমরা অচিরেই দেখতে পাব দ্রুতগতিতে বরফ হ্রাস পাবে এবং এর সম্ভাবনা রয়েছে খুবই। সমীক্ষায় সবচেয়ে আতঙ্কজনক অংশ হচ্ছে এটি।
×