ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

স্বামী আব্দুল করিম ও তৃতীয় স্ত্রী মুক্তা ৬ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৪:৪৭, ৪ নভেম্বর ২০১৭

স্বামী আব্দুল করিম ও তৃতীয় স্ত্রী মুক্তা ৬ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনার সন্দেহভাজন আসামি গ্রেফতারকৃত নিহতের স্বামী আব্দুল করিম ও আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম শুক্রবার তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কাকরাইলে রাজমণি প্রেক্ষাগৃহের কাছে একটি ছয়তলা বাড়ির পঞ্চমতলায় খুন হন ব্যবসায়ী করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার (৫০) ও তার ছেলে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের ছাত্র সাজ্জাদুল করিম শাওন (১৮)। শামসুন্নাহারের বড় দুই ছেলে বিদেশে থাকেন। মুন্সীগঞ্জেই বাড়ি শামসুন্নাহার ও তার স্বামীর। করিমের দ্বিতীয় স্ত্রী ফরিদার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অনেক আগেই। তিনি পুরনো ঢাকায় সন্তান নিয়ে বসবাস করেন। বছর চারেক আগে বিয়ে করেন মুক্তাকে। আব্দুল করিম গ্রোসারি ব্যবসার পাশাপাশি সিনেমার পরিচালক ও প্রযোজক। একাধিক বিয়ে ছাড়াও মেয়েদের সঙ্গে অনৈতিক মেলামেশার কারণে সংসারে অশান্তি ছিল। ঘটনার সময় আব্দুল করিম বাসায় ছিলেন না। ঘটনার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় রমনা থানা পুলিশ। তার তৃতীয় স্ত্রী সিনেমার অভিনয় শিল্পী মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াপল্টনের একটি বাসা থেকে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশ। তাদের পরবর্তীতে ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী মামলা দায়ের করেন। মামলার পর করিম ও মুক্তাকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। মামলায় মুক্তার ভাই আল আমিন জনিকেও আসামি করা হয়েছে। আল আমিন পলাতক। ডিবি সূত্রে জানা গেছে, স্বামী করিম ও স্ত্রী ছাড়াও বাড়ির দারোয়ান নোমান, গৃহপরিচারিকা রাশিদাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রায় হাজার কোটি টাকার মালিক করিম। তার অধিকাংশ সম্পত্তি বড় স্ত্রীর নামে। দীর্ঘদিন ধরেই তৃতীয় স্ত্রী স্বামীর কাছ থেকে দুইটি বাড়িসহ কিছু সহায়সম্পত্তি লিখে নেয়ার চেষ্টা করছিলেন। তাতে রাজি ছিলেন না বড় স্ত্রী। তারই জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনেকটাই নিশ্চিত।
×