ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলহত্যা দিবসের র‌্যালিতে তুফানের ভাই মতিন ॥ দলে ফেরার চেষ্টা!

প্রকাশিত: ০৪:৩১, ৪ নভেম্বর ২০১৭

জেলহত্যা দিবসের র‌্যালিতে তুফানের ভাই মতিন ॥ দলে ফেরার চেষ্টা!

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার আলোচিত সেই তুফান সরকারের ভাই হত্যা, সন্ত্রাস ও মাদকসহ একাধিক মামলার আসামি বহিষ্কৃৃত যুবলীগ নেতা মতিন সরকার আবার সরকারী দলে ভেড়ার চেষ্টা করছে। শুক্রবার জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবস উপলক্ষে র‌্যালিতে সে ক্যাডারবাহিনী নিয়ে যোগ দেয়ার পর এ নিয়ে প্রশ্ন উঠেছে। একটি হত্যা মামলায় ৩ দিন আগে সে জামিন পেয়ে বের হয়। তুফান কান্ডের পর তুফান মতিন বাহিনীর সন্ত্রাস চাঁদাবাজি ভূমি দখল, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের বিষয় গণমাধ্যমে উঠে আসে। মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল বিত্ত বৈভবের মালিক হওয়ার বিষয়টিও বগুড়ায় আলোচিত হতে থাকে। তাদের অপকর্মের বিষয়টি উঠে আসার পর যুবলীগ কেন্দ্রীয় কমিটি মতিন সরকারকে বগুড়া শহর যুবলীগ থেকে বহিষ্কার করে। সে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিল। এর পরেই মতিন প্রায় দেড় মাসেরও বেশি সময় গা-ঢাকা দিয়ে থাকে। একটি অস্ত্র মামলায় নিম্ন আদালতে তার ইতোপূর্বে ২৭ বছর দন্ডাদেশ হয়েছিল। তুফান কান্ডের পর পুলিশ জানত মতিন একটি হত্যা মামলার পলাতক আসামি। ২৬ সেপ্টেম্বের পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওই হত্যা মামলায় সে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। এই হত্যা মামলায় সে ‘নথিতে’ প্রায় ৮ বছর পলাতক ছিল। আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করেন। প্রায় এক মাসের বেশি সময় জেলে থাকার পর ওই মামলায় সে ১ নবেম্বর জেল থেকে জামিনে বের হয়। সূত্র জানায় জেল থেকে বের হওয়ার পর সে অপরাধ সম্রাজ্য পুনরায় গড়ে তোলার জন্য আবার সরকারী দলে ভেড়ার চেষ্টা করছে। জেল থেকে বেরিয়েই সে বগুড়া জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার কাছে গিয়ে ফুল দেয়। অভিযোগ রয়েছে এই মতিন সরকার বিগত জামায়াত বিএনপি’র জ্বালাও পোড়াও কর্মকা-ের বিরুদ্ধে দলীয় কর্মকা-ে সক্রিয় না থেকে অপরাধের সাম্্রাজ্য গড়ে তোলে আর এর মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যায়। মেলার নামে মাসের পর মাস জুয়ার আসর চালু রাখত তার অন্যতম সঙ্গী আব্দুল মান্নান আকন্দ নামে এক ব্যক্তি। শুধু মেলার নামে জুয়ার আসর চালিয়ে আর মতিনের সহযোগী হিসেবে সে শহরে আলোচিত। তুফান কা-ের পর তুফান সরকার ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছে। তুফান ও মতিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছে। শীঘ্রই তদন্ত শেষ হবে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। মতিন ও তার ভাইদের বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে। মাদক মামলা ছাড়াও তারা হত্যা সন্ত্রাসসহ বিভিন্ন মামলার আসামি। শুক্রবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হওয়ার কিছু পর তাতে যোগ দেয় সে। র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। এরপর থেকে অনেক দলীয় নেতাকর্মীর মধ্যে নানা গুঞ্জন দেখা দেয়া দেয়। কারণ দলীয় হাইকমান্ড থেকে সন্ত্রাস, মাদকসহ অপরাধ কর্মকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা থাকলেও সংগঠন থেকে বহিষ্কৃত মতিন সরকার আবার কার ইঙ্গিতে দলীয় কর্মসূচীতে অংশ নেয়ার সাহস দেখিয়েছে, কারা তার আশ্রয়দাতা তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ব্যপারে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, মতিন সরকার র‌্যালি ও সমাবেশে ছিল কিনা তা জানা নেই। কারণ তিনি তাকে চেনেন না।
×