ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খামারবাড়ির যে কোন ভবন ভাঙ্গায় হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ০৫:৩৬, ৩ নভেম্বর ২০১৭

খামারবাড়ির যে কোন ভবন ভাঙ্গায় হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণার স্মৃতিবিজড়িত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের ঐতিহ্য বহনকারী যে কোন ভবন ভাঙ্গায় নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। কৃষি গবেষণার স্মৃতিবিজড়িত যে ল্যাবরেটরি ভবনটি ভাঙ্গা হচ্ছিল তা ভাঙ্গা বা ধ্বংস করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। ভাঙ্গা ভবনটি পুনর্নির্মাণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ কেন দেয়া হবে না এবং ঐতিহ্য বহনকারী ভবনের তালিকা প্রণয়ন করে তা সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী তালসরা দরবার শরীফের টাকা লুটের মামলার বিচার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই নিয়ে মামলাটির কার্যক্রম দ্বিতীয় দফায় বন্ধ হল। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণার স্মৃতিবিজড়িত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের ঐতিহ্য বহনকারী যে কোন ভবন ভাঙ্গায় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট কৃষি সচিব, সংস্কৃতি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, রাজউকের চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও তেজগাঁও থানার ওসিকে রুলের জবাব দিতে বলেছেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
×