ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ী ম্যাচে নেহরাকে জয় উপহার ভারতের

প্রকাশিত: ০৮:১৫, ২ নভেম্বর ২০১৭

বিদায়ী ম্যাচে নেহরাকে জয় উপহার ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ দেশে কিংবা বিদেশে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আগের পাঁচ টি২০তে কোন জয় ছিল না ভারতের। এত দিনে অধরা সেই সাফল্য এলো দারুণ এক উপলক্ষ হয়ে। বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে আশিষ নেহরাকে জয় উপাহার দিল বিরাট কোহলির দল। ৫৩ রানের বড় জয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। বুধবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় রোহিত শর্মা (৮০) ও শিখর ধাওয়ানের (৮০) রেকর্ড জুটির ওপর ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে ১৪৯/৮-এ থামে কিউইদের সংগ্রহ। ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শিখর ধাওয়ান। টি২০তে যেকোন উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন রোহিত ও ধাওয়ান। ১৫৮ রানের উদ্বোধনী জুটিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন দুজনে। আগের সর্বোচ্চ রানের জুটিতেও জড়িয়ে রোহিতের নাম। ২০১৫ সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত ও কোহলি দ্বিতীয় উইকেটে করেছিলেন ১৩৮ রান। আর উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ছিল গৌতম গাম্ভীর ও বীরেন্দর শেবাগের ১৩৬; ২০০৭ টি২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। দিল্লীতে কাল দুই ওপেনারই আউট হয়েছেন সমান ৮০ রান করে। ৫২ বলে ১০ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন ধাওয়ান। আর রোহিতের ৫৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। অধিনায়ক কোহলি ১১ বলে ৩ ছক্কায় অপরাজিত ২৬ রান। অতিথিদের হয়ে ইশ সোধী নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ভারতীয় স্পিনের সামনে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। টম লাথাম ৩৯, অধিনায়ক কেন উইলিয়ামসন ২৮, মিচেল স্যান্টনারের অপরাজিত ২৭ ছাড়া বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। স্পিনার যুবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট। বিদায়ী ম্যাচে ৪ ওভারে ২৯ রানে উইকেটশূন্য নেহরা। ১৯৯৯ সালে টেস্ট ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু। ২০০১Ñএ ওয়ানডে অভিষেক। দীর্ঘ ১৮ বছরে ভারতের জার্সিতে ১৭ টেস্টে ৪৪, ১২০ ওয়ানডেতে ১৫৭ ও ২৭টি-২০ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট। ৩৮ বছর বয়সে অবসর নেয়া বাঁ-হাতি এই পেসারকে ক্যারিয়ারজুড়ে অনেকবার ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে।
×