ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উন্নয়ন মেলায় অর্থনীতিবিদ খলীকুজ্জমানের তিন গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:৩৩, ২ নভেম্বর ২০১৭

উন্নয়ন মেলায় অর্থনীতিবিদ খলীকুজ্জমানের তিন গ্রন্থের মোড়ক উন্মোচন

অর্থনৈতিক রিপোর্টার ॥ উন্নয়ন মেলার চতুর্থ দিন সকালে প্রথিতযশা অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রণীত তিনটি প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমপি। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্যসচিব আবদুল করিম এবং বই তিনটির ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম এ বাকী খলীলী, গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানি ফকির, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের সভাপতি ও ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. খন্দকার আজহারুল হক, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কে বি সাজ্জাদুর রশিদ এবং পিকেএসএফের সিনিয়র এডিটোরিয়াল এ্যাডভাইজার প্রফেসর শফি আহমেদ। বর্তমান বিশ্বের উন্নয়ন ভাবনা ও কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ড. কাজী খলীকুজ্জমান আহমদের একগুচ্ছ প্রবন্ধ স্থান পেয়েছে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ্যান্ড অল দ্যাট’ শীর্ষক প্রথম বইটিতে। টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কৌশলগত এবং অর্থনৈতিক দিকনির্দেশনামূলক বিভিন্ন প্রবন্ধ সংকলিত হয়েছে গ্রন্থটিতে। ‘এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড ওয়াটার রিসোর্স’ শীর্ষক বইটিতে সংকলিত হয়েছে গত দুই দশকের বিভিন্ন সময়ে প্রখ্যাত এই অর্থনীতিবিদের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক রচনাবলী। দারিদ্র্য, জীবিকা ও পরিবেশের ভারসাম্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যা, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত বৈশি^ক প্রচেষ্টা এমন বর্ণিল ও ব্যাপক বিস্তৃত বিষয়সমূহ সুচিন্তিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এসব লেখায়।
×