ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তার সেলফি ফোন

প্রকাশিত: ০৬:০৮, ২ নভেম্বর ২০১৭

কৃত্রিম বুদ্ধিমত্তার সেলফি ফোন

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সুবিধার সেলফি এক্সপার্ট ফোন অপো এফ-৫ বাজারে আনছে অপো। চলতি মাসের শুরুর দিকেই নতুন এ স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ সেলফি এক্সপার্ট স্মার্টফোন গ্রাহকদের নিখুঁত সেলফি অভিজ্ঞতা দেবে। ক্রমবর্ধমান তরুণ গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে স্মার্টফোনটির নক্সা করা হয়েছে এবার। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সেলফি শটকে আকর্ষণীয় করতে ম্যাসিভ গ্লোবাল ফটো ডেটাবেস থেকে এআই প্রযুক্তি ব্যবহার করবে। ডিভাইসটিতে থাকছে অপোর প্রথম ফুলস্ক্রীন এফএইচডি প্লাস ডিসপ্লে, যার মাধ্যমে গ্রাহকরা আরও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন। এর হাইরেজ্যুলেশন স্ক্রীন গ্রাহকদের দেবে আরও চমৎকার অভিজ্ঞতা। অপোর নতুন এ সেলফি এক্সপার্ট স্মার্টফোনে হালনাগাদ এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর, চার জিবি বা ছয় জিবি র‌্যাম, ৩২ জিবি বা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড সমর্থন থাকবে বলেও জানা গেছে। -সিনেট
×