ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ফেরাতে চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৫৫, ২ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা ফেরাতে চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

কূটনেতিক রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি সিমন হেনশোর এক বৈঠকে এসব আলোচনা হয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে সহকারী সেক্রেটারি সিমন হেনশো ছাড়াও গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপসহকারী সেক্রেটারি টম ভাজদা, এশিয়া বিষয়ক দফতরে পরিচালক প্যাট্রিসিয়া ম্যাহোনি, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি সিমন হেনশোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শাহরিয়ার আলম জানান, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কট সমাধানে ৫ দফা সুপারিশ করেছেন। এই ৫ দফা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করেন তিনি। ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি সিমন হেনশো এ সময় সম্প্রতি ৬ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারকে প্রশংসা করেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অপ্রত্যাশিত মানবিক সঙ্কট বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সহকারী সেক্রেটারি রোহিঙ্গা সঙ্কটের প্রেক্ষিতে কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে বলে জানান। এদিকে জানা গেছে, রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পরিদর্শন করবে। প্রতিনিধি দলটি সেখানে দুদিন অবস্থান করবে।
×