ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচার সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৭, ২ নভেম্বর ২০১৭

প্রচার সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টর ॥ রংপুর সিটি কপেআরেশন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সব ধরনের আগাম নির্বাচনী প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়। কমিশনের এক চিঠিতে আজ বৃহস্পতিবারে মধ্যে আগাম প্রচারসামগ্রী সম্ভাব্য প্রার্থীদের নিজ উদ্যোগে সরিয়ে নিতে বলা হয়েছে। কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান বুধবার বিভাগীয় কমিশনারের বরাবার দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ অনুসারে কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। ফলে প্রতীক বরাদ্দের পূর্বে সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। আচরণবিধি যথাযথভাবে পরিপালনার্থে নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি প্রচার সামগ্রী থাকলে তা ২ নবেম্বর রাত ১২টার মধ্যে নিজ খরচে অপসারণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন।
×