ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৫, ২ নভেম্বর ২০১৭

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিরুৎসাহিতকরণ, অননুমোদিত যান চলাচল প্রতিহতকরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ‘নিরাপদ ঢাবি চাই’ প্রতিপাদ্যে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ^বিদ্যালয় প্রক্টর অফিসের সামনে সমাবেশ করে। এতে বহিরাগত ও ক্যাম্পাসে অবাধে সব ধরনের যান চলাচলের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, বুয়েট ও ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এর আগে গত সোমবার বুয়েটের শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে নিরাপত্তার জন্য বিক্ষোভ ও ক্লাস বর্জন করে। বিএইচবিএফসির হেল্প ডেস্ক চালু গ্রাহকদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) হেল্প ডেস্ক চালু করেছে। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ মঙ্গলবার কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ৩য় তলায় হেল্প ডেস্কের উদ্বোধন করেন। কর্পোরেশনের ঋণ গ্রহীতাদের ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধসহ সকল তথ্য দ্রুততার সঙ্গে প্রদানের জন্য বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে নতুন আঙ্গিকে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এছাড়া প্রবাসীদের স্বল্প সময়ে ঋণ সেবা প্রদানের জন্য উক্ত হেল্প ডেস্কে ‘প্রবাসী এক্সপ্রেস’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে। পাশাপাশি গ্রহীতাদের যোগাযোগের জন্য ৯৫৬১৩৮০, ০১৫৫০০৪৩৩০৫ ও ০১৫৫০০৪৩৩০৬ (প্রবাস বন্ধু) হেল্প লাইন সুবিধা রাখা হয়েছে। -বাসস
×