ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এটা বাংলাদেশের ক্রিকেট না ॥ হাবিবুল

প্রকাশিত: ০৫:৩২, ৩১ অক্টোবর ২০১৭

এটা বাংলাদেশের ক্রিকেট না ॥ হাবিবুল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০ সব ফরমেটেই দুর্বার হয়ে উঠেছিল তারা। এ কারণে এবার দক্ষিণ আফ্রিকা সফরে ভাল কিছু করার প্রত্যাশায়ই গিয়েছিল বাংলাদেশ। কিন্তু উল্টো প্রোটিয়াদের বিরুদ্ধে আজ পর্যন্ত সবচেয়ে বাজে হারের শিকার হতে হয়েছে প্রতিটি ম্যাচেই। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দল। এবারই দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তিন ফরমেটে তিন অধিনায়ক ছিলেন। কিন্তু নির্মম পরাজয়ের পরিস্থিতি বদলায়নি। এজন্যই নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এটা বাংলাদেশের ক্রিকেট না বলেই দাবি করেছেন। তিনি মনে করেন এরচেয়ে ভাল কিছু করার সামর্থ্য আছে দলের। সেটা গত কয়েক বছরের পারফর্মেন্স দিয়ে প্রমাণও করেছে বাংলাদেশ। কিন্তু এবার যে ছন্দপতন হয়েছে সেটা ভুলে পরস্পরের দোষ না খুঁজে ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া জরুরী বলে মনে করছেন হাবিবুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোন সফরকারী দলই হিমশিম খায় নিজেদের সঠিক নৈপুণ্য দেখাতে। প্রোটিয়া মাটিতে গিয়ে জয় তুলে আনা দুঃসহ। কিন্তু এবার বাংলাদেশ দল যেভাবে হেরেছে তাতে করে গত কয়েক বছরে ক্রিকেটে যে গৌরবময় অর্জন এসেছিল এবং মর্যাদাপূর্ণ দল হিসেবে সমীহ পেতে শুরু করেছিল- সবই ধুলায় মিশে গেছে। এমনটা অভাবনীয় ছিল হাবিবুলের কাছেও। তিনি বলেন, ‘এই প্রশ্ন আমার নিজের কাছেও। আমি নিজেও খুঁজছি এতটা খারাপ কেন হলো। আমি নিশ্চিত, আপনারা সবাই একমত যে এটা বাংলাদেশের ক্রিকেট না। আমাদের এর চেয়ে ভাল খেলার সামর্থ্য আছে।’ সামর্থ্য যে আছে সেটা দেশের মাটিতে এবং দেশের বাইরেও বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ গত জুনে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে নিজেদের সেরা সাফল্য দেখিয়েছে। এর আগেই শ্রীলঙ্কা সফরে তিন ফরমেটের সিরিজই ড্র করেছে জয় তুলে নিয়ে একটি করে। ২০১৬ টি২০ এশিয়া কাপে খেলেছে ভারতের বিরুদ্ধে ফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল এবং এই সময়ের মধ্যে ঘরের মাটিতে জিতেছে টানা ৬টি ওয়ানডে সিরিজ, তিনটি টেস্ট সিরিজ করেছে ড্র। তাই কন্ডিশনের কারণেই শুধু ভয়াবহ বিপর্যয় সেটাও বলা যাচ্ছে না। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আরও কঠিন টুর্নামেন্ট ছিল, কন্ডিশন সেখানেও অনেক কঠিন ছিল। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে। সেখানেও আমরা ভাল ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকায় কেন ভাল করতে পারিনি, কারণটা আসলে আমার কাছেও পরিষ্কার নয়।’ অনেক বিভীষিকা নিয়ে এখন দক্ষিণ আফ্রিকা সফর অতীত হয়ে গেছে। আজই দেশে ফিরে আসছেন ক্রিকেটাররা। হাবিবুল চান এই স্মৃতি ভুলে গিয়ে ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য নিজেদের ভালভাবে প্রস্তুত করতে। এ বিষয়ে তিনি বলেন, ‘ব্যাটিং বা বোলিং, কোন বিভাগেই আমরা ভাল করতে পারিনি। টপঅর্ডার কিংবা মিডলঅর্ডার কেউ ভাল করতে পারেনি। শেষ কথা এই যে, এটা আমাদের ক্রিকেট নয়। এর চেয়ে ভাল খেলার সামর্থ্য আমাদের আছে এবং আগে আরও ভাল খেলেছি। একটা সিরিজ দিয়ে বলতে পারব না যে সামনে আর পারব না কিংবা আমরা খারাপ হয়ে গেছি। একটা জিনিস এখন আমাদের করা উচিত হবে না, একজন আরেকজনের দোষ খুঁজে বের করা। সেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য ভাল হবে না। যেটা করতে পারি, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ ও বিপিএল আছে, এর মধ্যে কোথায় ভুল করেছি, সেটা খুঁজে বের করতে পারি। নিশ্চয়ই ম্যানেজমেন্ট বসবে, কিছু তো একটা কারণ আছেই।’
×