ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেমন্তে শীতের আমেজ কোথাও কুয়াশা, বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৭

হেমন্তে শীতের আমেজ কোথাও কুয়াশা, বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ বর্ষা বিদায়ের পর স্বাভাবিক নিয়মেই প্রকৃতিতে হাজির হয়েছে হেমন্ত ঋতু। কিন্তু এবারের হেমন্ত যেন তার সব বৈশিষ্ট্যই হারিয়ে ফেলেছে। শান্ত নম্র প্রকৃতি হিসেবে খ্যাত এই ঋতুর কোন বৈশিষ্ট্যই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ষা বিদায়ের পরে প্রকৃতিতে যে হিমেল বাতাস বইতে শুরু করেছে তাতে স্পষ্টতই শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সকাল-সন্ধ্যা শীতের হিম হিম ভাব শুরু হয়েছে। কুয়াশায় ঢেকে যাচ্ছে কোথাও কোথাও। এর সঙ্গে আবার পশ্চিমা লঘুচাপ যোগ হয়ে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বাংলার ৬ ঋতুর একটি হেমন্ত। সাধারণত বর্ষা বিদায়ের পর শরত হয়ে হেমন্ত প্রকৃতিতে প্রবেশ করে। আজ মঙ্গলবার এই ঋতুর প্রথম মাস কার্তিকের ১৬ তারিখ। এরপর অগ্রহায়ণ শেষে আসবে শীত ঋতু। সেই হিসেবে শীত আসতে এখনও দেড়মাস বাকি অথচ প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। বিকেল নামলেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। খোদ রাজধানীতেও মানুষ রাত বেলায় কখনও কখনও কাঁথা-কম্বল মুড়ি দিয়ে রাত পার করছে। আবহাওয়া অফিস বলছে, টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের এই অনুভূতি সৃষ্টি হচ্ছে। এর ওপর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমি লঘুচাপ। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারা বলেন, এর প্রভাবে দেশের অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণেই শীতের অনুভূতি শুরু হয়েছে। শান্ত নরম প্রকৃতি হেমন্ত এবার শুরুই হয়েছে বৃষ্টির আহ্বানের মধ্য দিয়েছে। এই ঋতুর শুরুতে গত সপ্তাহে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। টানা তিনদিনের বৃষ্টিতে দেশের বেশিরভাগ নিচু এলাকায় তলিয়ে যায়। ফসলের ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বৃষ্টিপাতের ধকল যেতে না যেতে আবার সাগরে সৃষ্টি হয়েছে পশ্চিমা লঘুচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের ফলে পশ্চিমা ও পূর্বের বাতাসের সংমিশ্রণের কারণে দেশের আকাশ মেঘলাসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে শীত অনুভূত হবে বেশি। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতেও বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পশ্চিমা বায়ু ও পূবালী বায়ুর সংমিশ্রণের এমন আবহাওয়া বিরাজ করছে। সারাদিনই এমন আবহাওয়া থাকবে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসেও উল্লেখ করা হয়েছে পশ্চিমা লঘুচাপের কারণে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
×