ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমনের বড় হাতিয়ার কমিউনিটি পুলিশ ॥ শাহরিয়ার

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

জঙ্গী দমনের বড় হাতিয়ার কমিউনিটি পুলিশ ॥ শাহরিয়ার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সারাদেশে জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসবাদ রোধের বড় হাতিয়ার হলো কমিউনিটি পুলিশিং কমিটি। কেননা দেশের সাধারণ মানুষকে নিয়ে এই কমিটি। আর এদেশের মানুষ চাইলে এ দেশে জঙ্গীবাদসহ সকল অপশক্তিকে রোধ করা সম্ভব। তিনি বলেন, বিভিন্ন দেশের পুলিশের হাতে বড়-বড় লাঠি থাকে। আমরা এদেশের পুলিশের কাছে লাঠি দেখতে চাই না। পুলিশ যাতে করে তাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারে সেজন্য জনগণকে পুলিশের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শনিবার সকালে বাঘা উপজেলায় ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৭’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এনামুল হাসান ঝুন্টুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে শেখ হাসিনা নিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনাসহ দেশের সার্বিক উন্নয়ন করে চলেছেন। আর এই উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কতিপয় রাজনৈতিক দল। যারা ধর্মের নামে এই দেশকে অস্থিতিশীল করতে চায় এদেশের পুলিশ বাহিনী তাদের প্রতিহত করবে। সমাবেশে তিনি উপস্থিত জনতাকে সন্ত্রাস, বাল্যবিবাহ ও মাদকমুক্ত করার শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম প্রমুখ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পরে বাঘা সদরে অবস্থিত মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বরিশালে যুবলীগ নেতা ফের গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা শামীম ফরাজী পালিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর শুক্রবার রাত আটটার দিকে ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শামীম ফরাজী নেয়ামতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার ওয়াদুদ ফরাজীর পুত্র। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে থানার দুই এসআইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে শামীম ফরাজীকে নেয়ামতি বাজার থেকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় শামীমের সহযোগীরা পুলিশের সঙ্গে হট্টগোল সৃষ্ট করার পর কৌশলে শামীম হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে শামীমের সহযোগী রুবেল ও শাহজাহান ফরাজী নামের দুইজনকে আটক করে।
×