ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেই রিভিউ বিতর্ক এখনও!

প্রকাশিত: ০৪:২১, ২৮ অক্টোবর ২০১৭

সেই রিভিউ বিতর্ক এখনও!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘটনা বছরের শুরুর দিকের। বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মধ্যকার। ডিআরএস নেয়ার সময় সফরকারী অসি-অধিনায়ক স্টিভেন স্মিথ ড্রেসিং রুমের সাহায্য (সিগন্যাল) নেন বলে অভিযোগ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এতদিন পর তোলপাড় করা সেই বক্তব্যের জবাবে স্মিথ বলেছেন, নিজেদের তাতিয়ে তুলতে কোহলি নাকি ইচ্ছে করেই অমন মিথ্যা অভিযোগ এনেছিলেন, ‘কোহলি পুরোপুরি মিথ্যা। আমরা ডিআরএসের জন্য কখনও ড্রেসি রুমের সহায়তা নেইনি। সে নাকি ওই বিষয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিল। কিন্তু আম্পায়ার কিংবা ম্যাচ রেফারিরা এ নিয়ে কখনও আমাদের সঙ্গে কোন কথা বলেননি। আমার মনে হয় কোহলি চাপ পছন্দ করেন। সে যুদ্ধ ভালবাসে, সে লড়াই করতে ভালবাসে। যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে সে নিজের ভালটা বের করে আনতে চাইছিল। তাই অভিযোগটা সে ইচ্ছা করেই করেছিল।’ নিজের লেখা বই দ্য জার্নিতে এমনটাই দাবি স্মিথের। উল্লেখ্য, ভারত সফরে চার টেস্টের সিরিজে অংশ নেয় অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে অধিনায়ক স্মিথের একটি আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিপক্ষ পেসার উমেশ যাদবের বলে লেগ বিফোরের (এলবিডব্লিউ) ফাঁদে পড়েন স্মিথ। অনফিল্ড আম্পায়ার আউটও দেন। এরপর অন্যপ্রান্তে থাকা পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে হাত দিয়ে ইঙ্গিত দেন স্মিথ। এতে বোঝা যাচ্ছিল ডিআরএস নেয়ার জন্য ড্রেসিং রুমের সহায়তা চাইছেন তিনি। যা ক্রিকেটের আইনের মধ্যে পড়ে না। এমনটা দেখে আম্পায়ারের দিকে তেড়ে যান কোহলি। এতে আম্পায়ার এগিয়ে এসে স্মিথকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। পরবর্তীতে ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আগেও অনেকবার ডিআরএস নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়া। তারা নিয়মের বাইরে গিয়ে অনৈতিকভাবে ডিআরএসের সুবিধা নিয়ে থাকে।’ ম্যাচটা শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা এনেছিল ভারত। ওই সিরিজের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দেখা হয়েছিল কোহলি ও স্মিথের। ঐ সময় স্মিথের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণই করেছে কোহলি। অমন আচরণ স্মিথের কাছে আজও রহস্যজনক বলে মনে করেন, ‘আইপিএলের সময় তার সঙ্গে কয়েকবারই দেখা হয়েছে। সে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। এটা আমার কাছে এখনও বড় রহস্য।’ ওই সফরের শুরু থেকে ভারতই ফেবারিট ছিল। কিন্তু এক জয়, এক ড্রয়ে সিরিজ জমিয়ে তুলেছিল স্মিথের অস্ট্রেলিয়া। যদিও শেষ পর্যন্ত সিরিজ হেরেছিল তারা। স্মিথ-ডেভিড ওয়ার্নারের ব্যাটিং, ব্যক্তিগতভাবে কোহলির খুব একটা সুবিধা করতে না পারা, এসব বিষয় তখন ব্যাপকভাবে আলোচিত হয়। আর এতদিন পর ডিআরএস বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
×