ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বয়স্ক কচ্ছপ

প্রকাশিত: ০৪:২২, ২৭ অক্টোবর ২০১৭

সবচেয়ে বয়স্ক কচ্ছপ

১৮৫ বছর বয়সী জোনাথন নামের এই কচ্ছপটিকে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ বলে ধরা হয়। খেলা দেখানোর জন্য এটির সুখ্যাতি আছে। ব্রিটেনের মালিকানাধীন সেন্ট হেলেনা দ্বীপের গবর্নর হাউসের বাগানে এটির বাস। দিন-রাত এটি খেলা দেখিয়ে আগতদের আনন্দ দেয়। ছবিটি মঙ্গলবার তোলা।-এএফপি বিরল প্রজাতির হরিণ এই বড় শিংওয়ালা হরিণ পৃথিবী থেকে বিলুপ্তির পথে। তবে গত সোমবার বেলারুশের রাজধানী মিনস্কের ৩০৫ কিলোমিটার উত্তরের কোবিলিনস্ট্রি গ্রামের এক মাঠে এ জাতের কয়েকটি হরিণকে সবুজ ঘাস চিবোতে দেখা যায়। লাজুক প্রকৃতির এসব হরিণ কোন লোকজনের আনাগোনা পেলেই জঙ্গলে লুকিয়ে যায়। -এএফপি
×