ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুপাকে ধর্ষণের পর হত্যা

অভিযোগপত্র গ্রহণ ॥ আসামিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:৫১, ২৬ অক্টোবর ২০১৭

অভিযোগপত্র গ্রহণ ॥ আসামিদের জামিন নামঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ অক্টোবর ॥ টাঙ্গাইল মধুপুরে চাঞ্চল্যকর ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্র্থী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যা মামলায় পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। বুধবার দুপুরে আদালতের বিচারক আব্দুল মান্নান এ অভিযোগপত্র গ্রহণ করেন। এদিকে আসামিরা একই আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে দেন। সেই সঙ্গে আদালত আগামী ১৩ নবেম্বর এ মামলার পরবর্তী তারিখ দেন। আদালত সূত্র জানায়, গত ১৫ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুরের অরণখোলা ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম খান সিদ্দিকী টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে এ চার্জশীট দাখিল করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ছোঁয়া পরিবহনের সহকারী শামীম আকরাম ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের তিন ধারায় গণধর্ষণের অভিযোগ এবং হত্যার অভিযোগ, লাশ গুমের অভিযোগ এবং সহায়তার অভিযোগ আনা হয়েছে চার্জশীটে। চার্জশীটে ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, চিকিৎসকসহ পাঁচ/ছয়জন সরকারী কর্মকর্তা রয়েছেন। গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার লাশ উদ্ধার করে। চমেকে এমআরআই মেশিন উদ্বোধন করলেন মেয়র নাছির স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে জাপানী টেসলা এমআরআই মেশিন। এর মাধ্যমে বিনামূল্যে সরকারী এ হাসপাতালেই এমআরআই করতে পারবে গরিব রোগীরা। বুধবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করেন। জানা যায়, ১০ কোটি টাকা মূল্যের এ মেশিনটি চালু হওয়ার ফলে তা দরিদ্রদের স্বাস্থ্যসেবায় সহায়ক হবে। বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে যেখানে এমআরআই করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়, সেখানে সরকারী হাসপাতালে এ সেবা গ্রহণ করা যাবে নামমাত্র মূল্যে। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, চমেক অধ্যক্ষ ড. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডাঃ মজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান ডাঃ সুভাষ মজুমদার প্রমুখ।
×