ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিক্সিং ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়!

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ অক্টোবর ২০১৭

ফিক্সিং ইস্যুতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়!

স্পোর্টস রিপোর্টার ॥ ফিক্সিং যে হয়েছে সেটি নয়, তবে শতভাগই হতে পারত! ঝানু সাংবাদিকের অভিনব ‘স্টিং অপারেশনে’র ফাঁদে পড়েছেন পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওকার। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ছাপিয়ে বুধবার তাই আলোচনায় ছিল এটিই। ইন্ডিয়া টুডে’র একদল সংবাদকর্মী ছদ্মবেশে এ কাজ করেছেন। যার নাম দেয়া হয় ‘স্টিং অপারেশন’। ছদ্মবেশী ও সাংবাদকর্মীদের কাছে ধরা খেয়েছেন সালগাওকার। সংবাদ মাধ্যমটির ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বাজিকরদের ইচ্ছামতো উইকেট বানানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসলে বুধবার (২৫ অক্টোবর) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগেই সালগাওকারকে বহিষ্কার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুনের পিচ নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টে ঘূর্ণি পিচ করে এটি আইসিসির নজরে আসে। তবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে নির্ধারিত সময়েই শুরু হয়। ছদ্মবেশী বাজিকরদের কাছে উইকেটে বাউন্স, মুভমেন্ট রাখার প্রতিশ্রুতি দেন সালগাওকার।
×