ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের আহ্বান মুহিতের

প্রকাশিত: ০৫:৪৮, ২৫ অক্টোবর ২০১৭

এসডিজি অর্জনে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের আহ্বান মুহিতের

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বৈদেশিক সাহায্যের পরিবর্তে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করার জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার রাজধানীর একটি হোটেল ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশরেন (জিপিইডিসি)’ ১৪তম স্থায়ী কমিটির বৈঠকের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান। খবর বাসস’র। মুহিত বলেন, ‘এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশসমূহের কেবল বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল থাকা উচিত নয়। তাদের অভ্যন্তরীণ সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে।’ মন্ত্রী বলেন, দেশের দৃঢ় অঙ্গীকার থাকার কারণেই বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য লাভ করেছে।
×