ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তোফায়েল আহমেদ

প্রকাশিত: ০৪:৩২, ২৫ অক্টোবর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর তোফায়েল আহমেদ চার বছরের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ১৯৭২ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে প্রথম শ্রেণীতে অনার্স ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রী অর্জন করেন। তিনি জাপানের ইবারাকি বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচার থেকে ২০১০ সালে এমএস ডিগ্রী অর্জন করেন। প্রফেসর তোফায়েল আহমেদ ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×