ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুর্দি ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ

আলোচনার প্রস্তাব দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৭, ২১ অক্টোবর ২০১৭

আলোচনার প্রস্তাব দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি কুর্দিদের সঙ্গে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে কুর্দি আঞ্চলিক সরকার। ইতোমধ্যেই কুর্দিস্তানের আঞ্চলিক সেনাদের কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকী বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে ইরাকী সশস্ত্র বাহিনী কুর্দি এলাকায় অভিযান শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে। আর এই উত্তেজনা কমানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি দুপক্ষের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন। খবর বিবিসির। অভিযানে কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা ইরাকী বাহিনী দখলে নিয়েছে, সেসব এলাকা ২০১৪ সালে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াই করে দখল করেছিল কুর্দিরা। স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কিরকুক, এটি শহরটিকে কুর্দিরা নিজেদের প্রাণকেন্দ্র বলেই মনে করে। কিরকুক শহরে রয়েছে বড় তেলক্ষেত্র যেখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আয় হয়ে থাকে। অভিযানে তেলখনি, সামরিক স্থাপনাসহ কুর্দিদের সবÍ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ায় কুর্দি নেতাদের সঙ্গে আলোচনায় ইরাকের সরকারের শক্ত অবস্থান তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি স্বাধীনতা প্রশ্নে কুর্দিদের গণভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে এই ভোট বাতিলের আহ্বান জানিয়েছেন। তবে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই ভোটকে বৈধ বলে উল্লেখ করছে। উভয়পক্ষের মধ্যে আলোচনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যও চেয়েছে আঞ্চলিক সরকার। এদিকে কিরকুক ও এরবিলের মধ্যবর্তী সড়কে রাষ্ট্রীয় বাহিনীর যে অবস্থান তার খুব কাছেই সশস্ত্র কুর্দি যোদ্ধারা অবস্থান নেয়ায় উত্তেজনা বাড়তে শুরু করেছে। কুর্দিদের অনেককে তাদের বাড়ি থেকে জোর করে বের করে দিচ্ছে ইরাকী বাহিনী, তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে- এমন কিছু খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। কুর্দিস্তান ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ ॥ ইরাকের একটি আদালত আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দিয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাগদাদের রুসাফা ইনভেস্টিগেশন কোর্ট বৃহস্পতিবার কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দেয়। একদিন আগে কোসরাত ইরাকের সেনাবাহিনী ও পুলিশকে দখলদার বাহিনী বলে বিবৃতি দিয়েছিলেন। বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে রাকা ॥ যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী আইএসের কাছ থেকে পুনর্দখলকৃত রাকা শহরটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। গত মঙ্গলবার রাকা শহরটি কুর্দিস-আরব সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সৈন্যরা শহরের কেন্দ্রস্থল আল নাইম স্কয়ারে বিজয় উৎসব করছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ বাহিনী বিগত চার মাস ধরে লড়াই করে সিরিয়ায় ইসলামিক স্ট্রেট (আইএস) বাহিনীর রাজধানী হিসেবে পরিচিত রাকা দখল করতে সক্ষম হয়েছে। এসডিএফ কমান্ডার রজদা ফিলেট বলেন, ইতোমধ্যে রাকা থেকে কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। অপর সেনারা কিছু ছোট আকারের অভিযান পরিচালনা করছে। তারপর শহরটি বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
×