ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আরও দুই দলের সঙ্গে ইসির সংলাপ

প্রকাশিত: ০৮:১৪, ১৮ অক্টোবর ২০১৭

আরও দুই দলের সঙ্গে ইসির সংলাপ

স্টাফ রিপোর্টার ॥ আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে ইসি। সংলাপে নির্বাচনের সময় সরকারে বিএনপিসহ সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে রাখার প্রস্তাব দিয়েছে বিএনএফ। অপরদিকে বিজেপির পক্ষ থেকে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন এবং নিরপেক্ষ সহায়ক সরকারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে বের হয়ে দলের সভাপতি সাংবাদিকদের বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের সময়ের সরকার গঠিত হবে। তবে ওই সরকারে অন্য দলগুলোকেও রাখার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে টেকনোক্র্যাট হিসেবে বিএনপিকে নির্বাচনকালীন মন্ত্রিসভায় রাখার প্রস্তাব করেন তিনি। তবে বিএনপি যে সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছে বিএনএফ তার বিরোধিতা করেছে বলে জানান তিনি। নির্বাচনে সব কাজে সেনাবাহিনী মোতায়েন করা ঠিক হবে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে বিকেল তিনটায় ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে সংলাপে বসে ইসি। দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে দলটি একাদশ জাতীয় নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানায়। এছাড়াও দলটি ইসিকে পাঁচ দফা প্রস্তাবনা দেয়।
×