ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ অক্টোবর ২০১৭

৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি), যেখানে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন দুই হাজার ৩২৩ জন। চূড়ান্ত এ ফল পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইলে এসএমএস করে জানা যাচ্ছে। এদিকে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রকাশ হচ্ছে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল। কমিশন সূত্র নিশ্চিত করেছে, ওই পরীক্ষার ফল প্রকাশের কাজও প্রায় শেষ। ৩৬তম বিসিএসের ফল প্রকাশের পর কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, ৩৬তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় পাঁচ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার জন্য বিধান অনুসারে এদের মধ্যে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ক্যাডার না পাওয়া তিন হাজার ৩০৮ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের অপেক্ষায় থাকবেন। ড. সাদিক বলেন, এদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যককে নিয়োগ দেয়ার লক্ষ্যে আমি প্রতিটি মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছি। কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাচ্ছে। বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না তাদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডারে নিয়োগ দেয়া হচ্ছে। চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চাইলে সম্মতি জানিয়ে কমিশনে আবেদন করতে হয়। ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। এদের মধ্যে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ হাজার ৯৯০ জনের মৌখিক পরীক্ষা নেয়ার পর চূড়ান্ত ফল ঘোষণা করল কমিশন। প্রথম শ্রেণীর দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই সময়ে পিএসসির ইতিহাসে সর্বোচ্চসংখ্যক নন-ক্যাডার পদের নিয়োগ সফলতার সঙ্গে সম্পন্ন করে পিএসসি। এদিকে মঙ্গলবার ৩৬তম বিসিএসের ফল প্রকাশের পর কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। চেয়ারম্যানের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছেন কমিশনের সদস্যরা। গত বছরের ২৯ ফেব্রুয়ারি এক হাজার ২২৬ পদের জন্য ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। এর ফল প্রকাশ করা হয় ১ নবেম্বর। এতে উত্তীর্ণ হন আট হাজার ৫২৩ জন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে হয় লিখিত পরীক্ষা। খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে পিএসসি বিসিএস ছাড়াও নন-ক্যাডার নিয়োগের বিষয়ে কাজ করছে। কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে সব সদস্য ছাড়াও কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যান বলছিলেন, আমরা চাই দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ করতে। বেশ কিছুদিন ধরেই আমরা তা সফলভাবে করতেও পারছি।
×