ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানে চার জাতি বৈঠক

প্রকাশিত: ০৪:২৩, ১৮ অক্টোবর ২০১৭

আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানে চার জাতি বৈঠক

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে ওমানের রাজধানী মাসকাটে চার জাতিগোষ্ঠী বা কিউসিজির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দৃষ্টিগ্রাহ্য কোন সাফল্য অর্জিত না হলেও এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর কিউসিজির বৈঠককে আশাব্যঞ্জক বলে ধারণা করা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান, আফগানিস্তান, চীন ও আমেরিকাকে নিয়ে গঠিত চার জাতিগোষ্ঠীর এ বৈঠককে প্রতীকী সমাবেশ বলে নানা সূত্র থেকে উল্লেখ করা হয়েছে। এসব সূত্র থেকে বলা হয়েছে, ওমান সমাবেশের মাধ্যমে চার জাতিগোষ্ঠীর বৈঠক নিয়ে বরফ গলতে শুরু করেছে। এ নিয়ে ষষ্ঠ দফা বৈঠকে বসল কিউসিজি। পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। এছাড়া, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যালিস ওয়েলস এবং আফগান উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাই নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে কোন প্রতিনিধি যোগ দেবে না বলে আগেই জানিয়েছে আফগান তালেবান। অবশ্য, কাতার বৈঠক শেষে কোন যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লা আবদুল্লাহ বলেছেন, কাবুল-ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে কিউসিজির বৈঠক।
×