ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতা মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০৯, ১৭ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগ নেতা মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৬ অক্টোবর ॥ জননেতা আবদুল মালেক উকিলের ৩০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, জাতীয় সংসদের সাবেক স্পীকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক উকিল ১৯২৫ সালের ১ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ’৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীনতার পর আবদুল মালেক উকিল স্বাস্থ্যমন্ত্রী হন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তুখোড় পার্লামেন্টারিয়ান মালেক উকিল ১৯৭৫ সালে জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হন। মালেক উকিল স্মরণে মঙ্গলবার নোয়াখালীতে পৃথক কর্মসূচী পালন করবে বিভিন্ন সংগঠন। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি এবং বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া দুপুরে জেলা কোর্ট মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল, জেলা সদরের সকল মসজিদে বিশেষ দোয়া, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
×