ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কটে পাশে থাকার আশ্বাস মালয়েশীয় উপ-প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:১৪, ১৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কটে পাশে থাকার আশ্বাস মালয়েশীয় উপ-প্রধানমন্ত্রীর

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। এই সঙ্কট সমাধানে যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত দেশটি। রবিবার ঢাকায় সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী রবিবার সকালে দুইদিনের সফরে ঢাকায় আসেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সামনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ এই সমস্যা সমাধানে কি কি উদ্যোগ গ্রহণ করেছে, সেটাও অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। এই সঙ্কট সমাধানে যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মালয়েশিয়া বলেও জানান উপ-প্রধানমন্ত্রী। রবিবার সকাল ১০টায় একটি বিশেষ বিমানে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। আজ সোমবার সকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকেই মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আহমদ জাহিদ হামিদি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার বিষয়েও আলোচনা করেছেন। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গেও তিনি বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি দেখার জন্য ঢাকা এসেছিলেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু। এছাড়া ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল মারসুদিও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, সহিংসতার জেরে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার। রোহিঙ্গা স্রোত কোন মতেই থামছে না। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। কোন আন্তর্জাতিক প্রতিনিধিদল সেখানে কাজ করার সুযোগ না পাওয়ায় নতুন তথ্য জানা যাচ্ছে না।
×