ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

১৪ দিনেও খাদ্য সহায়তা পায়নি জেলেরা

প্রকাশিত: ০৫:১৮, ১৫ অক্টোবর ২০১৭

১৪ দিনেও খাদ্য সহায়তা পায়নি জেলেরা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আরোপের ১৪ দিনেও পটুয়াখালীর সাগরপারের গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জেলেরা বিশেষ ভিজিএফের খাদ্য সহায়তা পায়নি। এখন পর্যন্ত এ খাতে কোন বরাদ্দ আসেনি। জেলা-উপজেলার কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। আর খাদ্য সহায়তা না পেয়ে দরিদ্র জেলেরা পড়েছেন চরম বিপাকে। তাদের হাতে বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই। তাদের সময় কাটছে চরম হতাশায়। স্থানীয় জেলে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। প্রজনন নির্বিঘœ করার উদ্দেশে গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে নদ-নদী ও সাগরে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বেচাকেনা, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা চলছে। আগামী ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন দরিদ্র ইলিশ শিকারি জেলেদের সহায়তা করার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচী চালু করেছে। যার আওতায় প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি হারে চাল দেয়া হয়। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় ২৬ হাজার ৪০১ জন নিবন্ধিত জেলে রয়েছে। এরমধ্যে গত বছর নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দুই উপজেলায় ১৭ হাজার ৯৯৭ জেলেকে ২০ কেজি হারে ৩৫৯ দশমিক ৯৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞা আরোপের চার-পাঁচদিনের মধ্যে যা জেলেদের কাছে পৌঁছে দেয়া হয়। কিন্তু চলতি বছর নিষেধাজ্ঞার ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এখাতে কোন বরাদ্দ আসেনি। বরাদ্দ না আসার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, জেলেদের বিশেষ ভিজিএফ চালের জন্য এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। মৎস্য বিভাগের কর্মকর্তারাও এ নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস জানান, গত বছর যেখানে নিষেধাজ্ঞা আরোপের চার-পাঁচদিনের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলেদের কাছে চাল পৌঁছে দেয়া গেছে, সেখানে এ বছর এখন পর্যন্ত কোন খবরই আসেনি।
×