ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাবেক ফরাসী মন্ত্রী অড্রে আজুলে ইউনেস্কোর নতুন প্রধান

প্রকাশিত: ০৪:১৬, ১৫ অক্টোবর ২০১৭

সাবেক ফরাসী মন্ত্রী অড্রে আজুলে ইউনেস্কোর নতুন প্রধান

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী অড্রে আজুলে। পঞ্চম রাউন্ডে ভোটাভুটিতে আজুলে কাতারের কূটনীতিক হামাদ বিন আবদুলাজিজ আল-কাওয়ারিকে হারিয়ে ইউনেস্কোর প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে যান। নিউইয়র্ক টাইমস। ভোটের এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১০ নবেম্বর ইউনেস্কোর সাধারণ অধিবেশনে সংস্থাটির সদস্য ১৯৫টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। অনুমোদনের পর সংস্থাটির বর্তমান প্রধান ইরিনা বোকোভার স্থলাভিষিক্ত হবেন আজুলে। বুলগেরিয়ান বোকোভা ২০০৯ সাল থেকে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বোকোভা দায়িত্ব ছাড়ার আগে বৃহ¯পতিবার এক আকস্মিক ঘোষণায় ইসরাইলবিরোধী অবস্থানের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ তুলে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়। পরে এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গী হওয়ার ঘোষণা দেন। এই জটিল অবস্থার মধ্যে সংস্থাটির প্রধান হিসেবে যিনিই আসুক না কেন, তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটি সংস্থাটির ভবিষ্যত তহবিল ও মিশনকেও সঙ্কটে ফেলবে বলে মনে করা হচ্ছে।
×