ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই চার সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:২৬, ১৪ অক্টোবর ২০১৭

পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই চার সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই চারটি সেঞ্চুরি হয়েছে। শতক হাঁকিয়েছেন ইমতিয়াজ হোসেন, রবিউল ইসলাম রবি, নাঈম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ। রংপুর বিভাগ ও খুলনা বিভাগ বিশাল সংগ্রহের পথে রয়েছে প্রথম দিনেই তিন শতাধিক রান তুলে। প্রথম স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রবিউল ইসলাম রবির শতকে বরিশালের বিরুদ্ধে ৪ উইকেটে ৩০৭ রান তুলেছে খুলনা বিভাগ। রবিউল ১৯৬ বলে ১৭ চারে ১০৮ রান করার পর আহত হয়ে মাঠ ছাড়েন। এনামুল হক বিজয়ের (৪৪) সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১১০ রান যোগ করেন তিনি। তুষার ইমরান ৮৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫১ এবং মোহাম্মদ মিঠুন ৩৮ রানে ফিরে গেলেও জিয়াউর রহমান ৮৭ বলে ৭ চারে ৫২ রান নিয়ে এখনও ব্যাট করছেন। বরিশালের সালমান হোসেন ২ উইকেট নিয়েছেন। প্রথম স্তরের অপর ম্যাচে ঢাকা বিভাগের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নাঈম ও সোহরাওয়ার্দীর জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দিন শেষ করেছে রংপুর বিভাগ। মাত্র ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর এ দু’জন চতুর্থ উইকেটে ২৬৭ রানের জুটি গড়েন। সোহরাওয়ার্দী ২০৩ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১৪৫ রানে বিদায় নেন আর নাঈম এখনও অপরাজিত ২১৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২০ রান নিয়ে। ৯৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শুভাগত হোম। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনার ইমতিয়াজ হোসেনের শতকে ৬ উইকেটে ২৪১ রান তুলেছে সিলেট বিভাগ। তিনি ২১৭ বলে ১৭ চারে ১৩২ রান করে সাজঘরে ফেরেন। রাজিন সালেহ ৪২ রান করেন। ঢাকা মেট্রোপলিসের পক্ষে ২টি করে উইকেট নেন সৈকত আলী, নিহাদুজ্জামান ও শরীফুল্লাহ। অপর ম্যাচে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের প্রথম ইনিংস ২৬০ রানেই গুটিয়ে যায় রাজশাহীর বিরুদ্ধে। চট্টগ্রামের হয়ে ৯৫ রান করেন সাজ্জাদুল হক এবং ৯৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন সাঈদ সরকার। ফরহাদ রেজা ৪টি এবং দেলোয়ার হোসেন ও শরীফুল ইসলাম ৩টি করে উইকেট নেন। দিনশেষে মাত্র ৩৪ রান করতেই ২ উইকেট হারিয়ে রাজশাহী পিছিয়ে আছে ২১৬ রানে।
×