ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপার ফোরে যাওয়ার আশা শেষ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ অক্টোবর ২০১৭

সুপার ফোরে যাওয়ার আশা শেষ বাংলাদেশের

রুমেল খান ॥ প্রতিপক্ষ আগের ম্যাচের চেয়েও বেশি কঠিন-শক্তিশালী। ফলে জয়ের আশা করাটাই ছিল বোকামি। তারপরও স্বাগতিক বিধায় মাঠ, আবহাওয়া, দর্শক... সব মিলিয়ে একটা ক্ষীণ আশা ছিল ড্র করার। কিন্তু সেই আশাতেও গুড়েবালি। প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ জাতীয় হকি দল। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ হকির পুল ‘এ’র ম্যাচে তারা শোচনীয়ভাবে হেরেছে ভারতের কাছে ০-৭ গোলে। এর আগে দিনের প্রথম ম্যাচে জাপান। তারা ২-২ গোলে রুখে দেয় পাকিস্তানকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এটা পাকিস্তানের প্রথম ড্র। ১ জয় ও ১ ড্রতে তাদের পয়েন্ট ৭। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে এটা জাপানেরও প্রথম ড্র। পয়েন্ট ১। অবস্থান তৃতীয়। টানা দ্বিতীয় ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে এই আসরের দু’বারের চ্যাম্পিয়ন ভারত। পক্ষান্তরে টানা দুই ম্যাচেই হেরে এখনও পয়েন্টশূন্য থেকে পয়েন্ট টেবিলের তলানিতেই আছে বাংলাদেশ। এই জয়ে সুপার ফোরে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ভারত আর সেই স্টেজে যাওয়ার কোন আশাই নেই লাল-সবুজ বাহিনীর। যদিও জাপানের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচটি এখন খেলা বাকি আছে তাদের। তবে সেই ম্যাচে জিতলেও কোন লাভ হবে না বাংলাদেশ দলের। কেননা ওই ম্যাচে জিতলে জাপানের পয়েন্ট হবে ৪, বাংলাদেশ জিতলে হবে ৩ অথচ পাকিস্তানের ইতোমধ্যেই হয়ে আছে ৪ আর ভারতের ৬। শেষ ম্যাচে পাকিস্তান জিতলে বা ড্র করলে কপাল পুড়বে জাপানের। বাদ পড়তে হবে তাদেরও। তবে শেষ ম্যাচে পাকিস্তান হারলে (ভারতের বিপক্ষে) এবং জাপান জিতলে দু’দলেরই পয়েন্ট সমান (৪) হয়ে যাবে। তখন বিবেচনায় আসবে গোল পার্থক্য। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ০-৭ গোলে হেরেছিল পাকিস্তানের কাছে আর ভারত তাদের প্রথম ম্যাচে জাপানকে হারিয়েছিল ৫-১ গোলে। শক্তির বিচার করলে ভারতই ছিল ফেভারিট আর বাংলাদেশ আন্ডারডগ। বিশ^ র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ষষ্ঠ। পক্ষান্তরে বাংলাদেশ আছে ৩৪ নম্বরে। ফলে ম্যাচের ফলাফলও হয়েছে তেমনই! জাতীয় দলের লড়াইয়ে হকির কোন আসরে জয় তো দূরের কথা, ভারতের বিপক্ষে ন্যূনতম ড্রও করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে এই ভারতের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এটা যেহেতু এশিয়া কাপ, সেহেতু তাদের এবারের দলটা আরও বেশি শক্তিধরই। তবে সিনিয়র লেভেলে না হলেও যুব পর্যায়ে ঠিকই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে সেপ্টেম্বরে এই মওলানা ভাসানী স্টেডিয়ামেই অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে ভারতকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছিলেন আশরাফুল ইসলাম। হকির যে কোন পর্যায়ে ওটাই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোন জয়। সেই ম্যাচের ফল থেকে প্রেরণা খুঁজে নিতে ব্যর্থ হয় মাহবুব হারুনের শিষ্যরা। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুটিই পুল ‘বি’র ম্যাচ। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চীন বনাম ওমান। বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ কোরিয়া মোকাবেলা করবে মালয়েশিয়ার।
×