ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৬:২১, ১২ অক্টোবর ২০১৭

শাহজালালে স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিমানবন্দরে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে চার কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। বুধবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস৩২২) ১১ এ ও ১১ বি সিটের ভেতর থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার সকাল ৭টায় মাস্কাট থেকে আসা ওই ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং-এর অংশ হিসেবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির এক পর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়।
×